West Bengal: শিক্ষকের অভাবে নয়, বরং অবাক করা এক কারণে বন্ধ হয়ে যাচ্ছে সোনারপুরের এই স্কুল! অবাক হবেন শুনে
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
West Bengal: অবিশ্বাস্য হলেও সত্যি, একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষিকা অথচ একজনও ছাত্র-ছাত্রী নেই।
দক্ষিণ ২৪ পরগনা: যখন রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হচ্ছে, ঠিক তখনই অন্য দৃশ্য ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর পৌরসভার দক্ষিণ শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে শিক্ষকরা আসে যায়, বেতন পায় অবস্থা। এ এক বেনজির চিত্র।
অবিশ্বাস্য হলেও সত্যি, একটি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষিকা অথচ একজনও ছাত্র-ছাত্রী নেই। শিক্ষকরা স্কুলে আসে বসে থাকে তারপর বাড়ি চলে যায় বেতন ও ঠিক সময় মত পেয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্রছাত্রী কমতে কমতে এখন শূন্যে এসে দাঁড়িয়েছে। আর এই স্কুলে ছাত্রছাত্রী না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থেকে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও। রাজপুর সোনারপুর পৌরসভার কলকাতা লাগোয়া ৩২ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক স্কুলটি এখন ভগ্ন দশা অবস্থায়।
advertisement
advertisement
এমনকী যাত্রাপালার রিয়ার্সালের জন্য স্টেজ ও করা রয়েছে স্কুলের এক কক্ষে। এছাড়াও খাওয়া-দাওয়ার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের চুলো। গোটা স্কুল জুড়ে ভর্তি হয়ে রয়েছে আগাছায়, যার ফলে বাড়ছে সাপের উপদ্রব।
advertisement
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তিনি জানান, এবছর অর্থাৎ ২০২৪ এর জানুয়ারি মাস থেকে একেবারে শূন্য হয়ে গেছে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা। প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টকে এই স্কুলের বিষয়ে অবগত করা হয়েছে। পাশাপাশি এই স্কুলের সভাপতি তিনি বলেন, আশেপাশে প্রাইমারি স্কুলের সাথে হাই স্কুল একসঙ্গেথাকায় তারা সেখানেই চলে যাচ্ছে।
এই অবস্থায় প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না? কারণ একসময় গমগম করে চলা স্কুল এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি এখন এই স্কুল বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেওয়া হবে, নাকি এই স্কুলকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাবে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ? এই প্রশ্নই এখন এলাকার সাধারণ মানুষদের।
advertisement
— সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 6:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal: শিক্ষকের অভাবে নয়, বরং অবাক করা এক কারণে বন্ধ হয়ে যাচ্ছে সোনারপুরের এই স্কুল! অবাক হবেন শুনে