Hilsa: আর কি ইলিশ মিলবে না? বাঙালির পাতে আর পড়বে না রূপোলি শস্য! চিন্তায় সকলে, কী ঘটল আসলে?
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Hilsa: গত ট্রিপ থেকে জালে ইলিশ আসা শুরু করেছিল। ফলে মৎস্যজীবীরা নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন।
দক্ষিণ ২৪ পরগনা: চলছে ইলিশ ধরার মরশুম। কিন্তু এখনও পর্যন্ত জালে বড় ইলিশ খুব একটা আসেনি। আর সে জন্য চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা। গত ট্রিপ থেকে জালে ইলিশ আসা শুরু করেছিল। ফলে মৎস্যজীবীরা নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন।
কিন্তু আশা জাগিয়েও সেই অর্থে এখনও ইলিশ আসেনি। গতবছর অগাস্টের মাঝবরাবর হাজার টনের বেশি ইলিশ বাজারে আসলেও, এবছর এখনও বিপুল পরিমাণে ইলিশ আসেনি। যা ইলিশ আসছে সেগুলি সাইজে ছোট।
এই সমস্যা সমাধানে ব্যান পিরিয়ড আরও বাড়ানোর দাবি তুলেছেন মৎস্যজীবীরা। নাহলে ভবিষ্যতে ইলিশ মিলবে কিনা সেই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মৎস্যজীবী মহলে। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষে রবীন দাস জানিয়েছেন, এবছর জালে খুব একটা মাছ এখনও আসেনি।
advertisement
advertisement
ইলিশ জালে যা আসছে সেগুলি ছোট সাইজের। এই সমস্যা সমাধানে ব্যান পিরিয়ড আরও বাড়ানোর পক্ষে মত তাঁর। এছাড়াও ট্রলি ফিশিং নিয়ে রয়েছে প্রশ্ন। এই সমস্যার সমাধান না করতে পারলে ভবিষ্যতে বড় ইলিশ নাও মিলতে পারে বলে জানিয়েছেন তিনি। ফলে ভবিষ্যতে ইলিশের আকাল আরও বাড়বে বলে মত মৎস্যজীবীদের।
advertisement
—- নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 6:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hilsa: আর কি ইলিশ মিলবে না? বাঙালির পাতে আর পড়বে না রূপোলি শস্য! চিন্তায় সকলে, কী ঘটল আসলে?