West Bengal Police: মানবিক পুলিশের জেদ, হার মানল অমানবিক হাসপাতাল!
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Police: মানবিক পুলিশের জেদের কাছে হার মানলো অমানবিক বেসরকারি হাসপাতাল। হাওড়ার ঘটনা।
#হাওড়া: পুলিশের মানবিকতায় অবশেষে হার মানলো অমানবিক হাসপাতাল | হাসপাতালের অমানবিকতার কারণে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও ৫ ঘন্টা ধরে হাসপাতাল থেকে থানা আর থানা থেকে হাসপাতাল ঘুরে বেড়াতে হল বাইক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে| রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী বাগনানের বাসিন্দা মানিক মণ্ডল|
বাগনান এর আন্টিলা এলাকার বাসিন্দা মানিক বাবু সোমবার বাড়ি ফেরার পথে বাগনানের আন্টিলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন | রাস্তার ধারে বাইকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি | পিছন থেকে নিয়ন্ত্রণহীন বাইক তাকে ধাক্কা মারেন | মাথায় ও বাঁ পায়ে গুরুতর আঘাত পান | বাঁ পায়ের তিনটি আঙ্গুলই কেটে ঝুলতে থাকে | সোমবার রাতে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল পরে তাকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে | বৃহস্পতিবার উলুবেড়িয়ার নার্সিংহোম থেকে তাকে পাঠানো হয় হাওড়ার আন্দুল রোডের নারায়ানা সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালে |
advertisement
রাত আট টা নাগাদ নারায়ানা কর্তৃপক্ষ তাকে জানানো হয় স্বাস্থ্য সাথী কার্ডের নির্ধারিত বেড নাই তাই ভর্তি নিতে পারবেন না | মানিক বাবুর পরিবারের অভিযোগ দীর্ঘক্ষণ আমরা আবেদন করি রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য | এরপর আহত ব্যক্তি কে নিয়ে বি গার্ডেন থানার দ্বারস্থ হন পরিবার | থানা হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ না নিয়ে সরাসরি হাসপাতালের সাথে যোগযোগ করে জানান, আহত ব্যক্তির যে চিকিৎসক, চিকিৎসা করবেন তিনি নাকি করোনা আক্রান্ত | তাই হাসপাতাল ভর্তি নেয়নি | তাদের কে অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন করেন পুলিশ | সারারাত ধরে ঘোরাঘুরির পর ফের থানার দ্বারস্থ হয় পরিবার |
advertisement
advertisement
রাত দুটো নাগাদ হাওড়া সিটি পুলিশের ACP Central মৃতুঞ্জয় বন্দ্যোপাধ্যায় রুটিন চেকআপে আসেন বি গার্ডেন থানায় | থানার সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে কারণ জানতে চান | পুরো ঘটনা শুনে থানার কর্তব্যরত পুলিশ কর্মীকে হাসপাতালের সাথে কথা বলে রোগীকে ভর্তির নির্দেশ দেন | এরপরই নড়েচড়ে বসে হাসপাতাল | তড়িঘড়ি হাসপাতালে রোগীকে ভর্তি করে , শুরু হয় প্রাথমিক চিকিৎসা | স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও বেসরকারি হাসপাতাল এর বিরুদ্ধে চিকিৎসা না করার অভিযোগ উঠছে তার সত্বতা প্রমান হলো বৃহস্পতিবারের ঘটনায় | হাসপাতাল রোগীকে ফেরালেও মুখ ফিরিয়ে নেয়নি পুলিশ | হাওড়া সিটি পুলিশের মানবিকতায় রোগীর ঠাঁই হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে অমানবিক হ্যাপিটাল গুলির কার্যকলাপ নিয়ে | হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পুরো বিষয় খোঁজ নিয়ে, তারপর বিবৃতি দেওয়া হবে |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2021 2:58 PM IST