West Bengal Police: একদম ফুটফুটে এক কন্যা, লাশ মিলল নদীর চরে! ভয়ঙ্কর ঘটনা ডেবরায়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
আজ দুপুরের পর নদীতে কিছু একটা দেখতে পান এলাকাবাসী। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়।
পশ্চিম মেদিনীপুর, ডেবরা: সাঙ্ঘাতিক মর্মান্তিক ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার শালডহরী এলাকায়৷ কাঁসাই নদীর বালির চরে দেড় বছরের কন্যা সন্তানের মৃতদেহ পাওয়া গিয়েছিল৷ উদ্ধার করেছিল ডেবরা থানার পুলিশ।
আজ দুপুরের পর নদীতে কিছু একটা দেখতে পান এলাকাবাসী। তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷
advertisement
ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কীভাবে এই শিশু কন্যার দেহ নদীর জলে এল? সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ অন্য কিছু বিষয় আছে, কি না তা খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Police: একদম ফুটফুটে এক কন্যা, লাশ মিলল নদীর চরে! ভয়ঙ্কর ঘটনা ডেবরায়