একই ব্যালটে দুই প্রার্থীকে ভোট দিতে হবে, সমস্যায় পড়বেন ভোটাররা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Panchayat elections 2023: একই বুথে প্রার্থী একই প্রতীকে দুজন, কাকে কীভাবে ভোট দেবেন, সমস্যায় ভোটাররা।
বেলদা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তিনটি স্তরে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এই তিনটি আসনে নির্বাচন হয় পঞ্চায়েতে। তবে এখানেই বিপত্তি।
একই বুথে একই দলের প্রার্থী দুজন করে। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হবে ভোটারদের। সাধারণত পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ব্যালটে একটি মাত্র প্রার্থীকে নির্বাচন করতে পারেন ভোটাররা।
এক্ষেত্রে একই ব্যালটে দুই প্রার্থীকে নির্বাচিত করতে হবে ভোটারদের। সামান্য ভুল হলে নষ্ট হবে একটি ভোট। পশ্চিম মেদিনীপুরের বেলদায় এমনই সমস্যায় পড়তে হবে ভোটারদের।
advertisement
advertisement
আরও পড়ুন- বোমাবাজি, ভাঙচুর চলছে নিত্যদিন, কেন্দ্রীয় বাহিনী টহলের পরেই অন্য চিত্র ময়নায়
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে বেশ কয়েকটি বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবে শুশিন্দা ১২৩ নং বুথে একই দল থেকে প্রার্থী হয়েছেন দুজন করে।
একই বুথের হয়ে ভোটাররা ভোট দিলেও গ্রাম পঞ্চায়েত আসনে ভোট দিতে হবে দুটি। একই ব্যালটে থাকবে দুজন করে প্রার্থীর নাম। রাজনৈতিক দলের নেতৃত্বরা মনে করছেন, বুথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রার্থী দুজন করলেও একই ব্যালটে ভোট হবে।
advertisement
এমনই নির্দেশিকা জারি হওয়ার পর মনোনয়নের পরের দিন থেকেই সাধারণ মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাচ্ছেন সব রাজনৈতিক দলে নেতারা।
আরও পড়ুন- কদর্য ভাষায় হুঁশিয়ারি… নোবেলজয়ী অমর্ত্যকে! বিশ্বভারতীর ‘বিজ্ঞপ্তি’ ঘিরে তোলপাড়
এমনকী ভোটের শেষ প্রচারের দিনেও সাধারণ মানুষের কাছে গিয়ে একই ব্যালাটে দুটি ভোট দেওয়ার কথা বলেন রাজনৈতিক দল। ভুল করলেই নষ্ট হবে একটি ভোট। তবে সাধারণ মানুষের কাছে তা কতটা বোধগম্য হবে তা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
advertisement
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 8:39 PM IST