West Bengal News: মাত্র দু'দিন, স্ত্রীর চিতা থেকে অদূরে যা ঘটালেন দিনমজুর স্বামী, দেখে তাজ্জব সকলে! আজকের দিনেও এমন হয়!

Last Updated:

West Bengal News: সবার চোখে চোখে থাকলেও হঠাৎই সামান্য আড়াল হতেই ঘটিয়ে ফেললেন অঘটন।

সুনীল সিং
সুনীল সিং
খড়গপুর: বিচ্ছেদের যুগে প্রেম বড্ড ঠুনকো। তবে এক অমর প্রেমের সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর। স্ত্রীর মৃত্যুর পর, মাত্র দুদিনের মাথায় অচিরেই ইহজগত থেকে বিদায় নিলেন স্বামী। বিরল এক প্রেমের উপাখ্যান দেখলেন সাধারণ মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। স্ত্রী-র মৃত্যুর দু’দিনের মধ্যেই নিজেকেও ‘শেষ’ করে দিলেন এক দিনমজুর স্বামী। বেঁচে রইল তাদের ভালোবাসা। দু’দিন আগেই মৃত্যু হয়েছে প্রিয় স্ত্রীর। মৃত্যুর পর শোকে মুহ্যমান ছিল এই প্রৌঢ়। সবার চোখে চোখে থাকলেও হঠাৎই সামান্য আড়াল হতেই ঘটিয়ে ফেললেন অঘটন।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রামপুরা গ্রামের বছর ৫১-র দিনমজুর সুনীল সিং। বুধবার বিকেল নাগাদ গ্রামের অদূরে শ্মশানের একটি গাছ থেকে সুনীলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে ওই শ্মশানেই দাহ করা হয়েছিল সুনীলের স্ত্রী অঞ্জলি (৪৭)-কে। তারপরেই শ্মশানে চিতা থেকে অদূরে এই ঘটনা সুনীলের। দিনমজুরিতেই টানাটানি করে সংসার চালাতেন সুনীল এবং অঞ্জলি সিং। দুজনের বছর ২৮-র একটি ছেলে আছে। তবে, ছেলে আর বউমার সঙ্গে ইদানিং বনিবনা না হওয়ায়, বছর দুয়েক ধরে তাঁরা আলাদাই থাকছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অঞ্জলি লিভারের জন্ডিসে ভুগছিলেন। ডাক্তার দেখানোর পরেও কিছুতেই সুস্থ হচ্ছিলেন না অঞ্জলি। এই নিয়ে ক’দিন ধরেই মনমরা ছিলেন সুনীল।
advertisement
advertisement
শেষমেশ সোমবার রাতে অঞ্জলির মৃত্যু হয়। মঙ্গলবার সকালে গ্রামের অদূরে শ্মশানে তাঁকে দাহ করা হয়। স্ত্রীকে হারিয়ে বেশ মনমরা হয়ে পড়েছিলেন স্বামী সুনীল। সুনীলের ভাই গোরা কিংবা গ্রামের যুবক দুর্গা সিংরা সুনীলকে চোখে চোখেই রেখেছিলেন। এর মধ্যেই, বুধবার দুপুরে প্রায় গোটা পাড়া যখন শুনশান, সেই সময়ই কখন সুযোগ বুঝে শ্মশানে পৌঁছে যান সুনীল! স্ত্রী-কে যেখানে দাহ করা হয়, তার ঠিক উল্টোদিকে থাকা একটি গাছে ঝুলে নিজের জীবন শেষ করে দেন।
advertisement
খুঁজে না পাওয়ায় অনেক খোঁজাখুঁজির পর তার ঝুলন্ত দেহ দেখতে পায় সকলে। এলাকাবাসীরা জানাচ্ছেন, ওই শ্মশানে গ্রামের এক বৃদ্ধকে দাহ করতে গিয়ে সুনীলের ঝুলন্ত দেহ লক্ষ্য করেন তারা। সকলেই স্তম্ভিত হয়ে যান! সুনীলের ভাই গোরা সিং বলেন, “স্ত্রী-কে ছেড়ে থাকতে পারল না দাদা। নিজে এই সিদ্ধান্ত নিল।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ময়নাতদন্ত হয় সুনীলের। তবে বিচ্ছেদের এই অবকাশে এমন এক প্রেম সত্যি বিরল, তবে এমন ঘটনা নাড়া দিয়েছে সকলকে।
advertisement
—- রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মাত্র দু'দিন, স্ত্রীর চিতা থেকে অদূরে যা ঘটালেন দিনমজুর স্বামী, দেখে তাজ্জব সকলে! আজকের দিনেও এমন হয়!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement