West Bengal News: এই শহরে শুরু হয়ে গেল 'আংশিক লক ডাউন', রবিবার সব দোকান বন্ধ, কোথায়?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal News: এই শহরে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কঠোর নির্দেশ জারি করেছে প্রশাসন।
মূল রাস্তা ও জন বহুল এলাকার একদিকের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিন বন্ধ থাকবে রাস্তার ডানদিকের দোকান, পরের দিন বন্ধ বাঁদিকের দোকান (Burdwan News)। কোন দিন কোন এলাকার দোকান বন্ধ তা নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে (West Bengal News)। রবিবার শহরের সব দোকান বন্ধ থাকবে। ১০ জানুয়ারি মাছ, সবজি ও মিষ্টির দোকান বন্ধ থাকবে।
advertisement
advertisement
নিম্নলিখিত রাস্তাগুলিতে 08.01.2022 থেকে বিকল্প ভিত্তিতে (বাম এবং ডান দিকে) সমস্ত দোকান বন্ধ থাকবে।
১. উল্লাস থেকে নবাবহাট পর্যন্ত জিটি রোডের বাম পাশের সমস্ত দোকান সোম, বুধবার, শুক্রবার বন্ধ থাকবে৷
২. উল্লাস থেকে নবাবহাট (Burdwan News) পর্যন্ত জিটি রোডের ডান পাশের সমস্ত দোকান বন্ধ থাকবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার।
advertisement
৩. কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত বিসি রোডের বাম পাশের সব দোকান সোম, বুধ, শুক্রবার বন্ধ থাকবে।
৪. কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত বিসি রোডের ডান পাশের সব দোকানপাট বন্ধ থাকবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার।
৫. বিসি রোড থেকে হাসপাতাল পর্যন্ত আর বি ঘোষ রোডের বাম পাশের সমস্ত দোকান বন্ধ থাকবে সোমবার, বুধবার, শুক্রবার।
advertisement
৬. বিসি রোড থেকে হাসপাতাল পর্যন্ত আর বি ঘোষ রোডের ডান পাশের সব দোকান
মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার বন্ধ থাকবে।
৭. সোম, বুধ, শুক্রবার (West Bengal News) স্টেশন থেকে রানীগঞ্জ বাজার মোড় পর্যন্ত বি বি ঘোষ রোডের বাম পাশের সব দোকানপাট বন্ধ থাকবে।
advertisement
৮. মঙ্গল, বৃহস্পতি, শনিবার স্টেশন থেকে রানীগঞ্জ বাজার মোড় পর্যন্ত বি বি ঘোষ রোডের ডান পাশের সকল দোকানপাট বন্ধ থাকবে।
৯. মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কোর্ট কম্পাউন্ড, ডিএম অফিস এবং এসপি অফিস চত্বরে সমস্ত দোকান বন্ধ থাকবে।
advertisement
সুপার মার্কেটের আওতাধীন সব দোকান (West Bengal News) রবিবার ছাড়া বিজোড় ও জোড় ভিত্তিতে খোলা থাকবে (রবিবার ছাড়া ৫০% দোকান খোলা থাকতে পারে)।
বর্ধমান পৌরসভার সমস্ত রাস্তার পাশের দোকান এবং সুপার মার্কেট প্রতি রবিবার বন্ধ থাকবে। বর্ধমান পৌরসভার সমস্ত মাছ, সবজি এবং মিষ্টির দোকান 10.01.2022 তারিখে বন্ধ থাকবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2022 7:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: এই শহরে শুরু হয়ে গেল 'আংশিক লক ডাউন', রবিবার সব দোকান বন্ধ, কোথায়?