গুজরাতের সেতু বিপর্যয়ে নিহত পূর্বস্থলীর বাঙালি যুবক, পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal News: সোমবার সকালে, পূর্বস্থলী উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তপন চট্টোপাধ্যায়, হাবিবুল শেখের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
#বর্ধমান: রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন বাংলার যুবক। পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ, সেই বিপর্যয় স্থলে গিয়েছিলেন ছট পুজোর উৎসব দেখতে। আর সেখানেই অমোঘ পরিণতি নেমে আসে জীবনে।
হাবিবুল শেখ গুজরাতে থাকতেন এবং একজন অভিবাসী শ্রমিক হিসেবে গুজরাতে স্বর্ণকারের কাজ করতেন। এই বিপর্যয়ের খবর পূর্বস্থলী গ্রামে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
advertisement
সোমবার সকালে, পূর্বস্থলী উত্তরের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তপন চট্টোপাধ্যায়, হাবিবুল শেখের বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিধায়ক মৃতের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। আগামী দু-একদিনের মধ্যে নিহতের মরদেহ তাঁর প্রিয়জনের কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
advertisement
গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময়, বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব হাবিবুল শেখের মৃতদেহ ফিরিয়ে আনতে সহায়তা করবে। একইসঙ্গে নিহত যুবকের পরিবারের সদস্যদের কোনও অসুবিধার হলে দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2022 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গুজরাতের সেতু বিপর্যয়ে নিহত পূর্বস্থলীর বাঙালি যুবক, পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক