#ফ্রেজারগঞ্জ: পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি থেকে বালি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ আসার পথে একটি পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় মাঝি সহ তিনজনকে উদ্ধার করল পুলিশ। আজ ভোর রাতে বঙ্গোপসাগর ও এডওয়ার্কক্রিক নদীর সংযোগস্থলে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। এই সময় হাওয়ার দাপটে ট্রলারটি উল্টে যায়।
ট্রলারে মাঝি সহ তিনজন ছিলেন। কোনরকমে ট্রলারের মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনি দ্রুত সুন্দরবন পুলিশ জেলার সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুন: অবশেষে আসানসোল লোকসভা তৃণমূলের! ৭ বিধানসভাতেই সবুজ ঝড়, কোন রহস্যে?
খবর পেয়ে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তিনজন জলেই ভাসছিল কয়েক ঘন্টা ধরে। দ্রুত তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনজনের চিকিৎসা করানো হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal news