West Bengal News: সাইকেলে চড়ে আট পড়ুয়া রওনা দিল গালওয়ান চিন সীমান্তে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
West Bengal News: ২৭০০ কিলোমিটার পথ যেতে সময় লাগবে প্রায় ৩০ দিন। ঝাড়খণ্ড, বিহার, হিমাচল প্রদেশ হয়ে চিন সীমান্তে পৌঁছাবে আট পড়ুয়া।
আসানসোল, রিন্টু পাঁজা: সাইকেলের প্রতি সকলের একটা আলাদাই ভালো লাগা আছে। এক রকম সাইকেল আট থেকে আশি এমনকি ছোট বাচ্চাদের মধ্যেও সাইকেলের একটা আকর্ষণ দেখা যায়। তাই এই সাইকেলকে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। ছোটবেলায় পাড়ার মোড়ে ঘুরতে যাওয়া হোক আবার স্কুল, টিউশনি পড়তে যাওয়ার সময় আমরা সাইকেল অনেকেই ব্যবহার করেছি এখনও অনেকেই করে। এবার এই সাইকেলে করেই বিশেষ বার্তা পৌঁছে দিতে গালওয়ান বর্ডার চিন সীমান্তের উদ্দেশ্যে রওনা দিল বাংলার এই জেলার স্কুল কলেজ পড়ুয়ারা।
advertisement
advertisement
সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব একটি বাহন। শরীর রাখে ফিট, তাই এই সাইকেল মধ্যবিত্তদের পছন্দের জিনিস। এই সাইকেলে করে কেউ কেউ আবার বিদেশ ভ্রমণও করে চলে এসেছেন। তার জলজ্যান্ত উদাহরণ সম্প্রতি দেখা গেছে বাংলার কয়েকটি জেলায়। এবার এই সাইকেলে দেশের বিভিন্ন কোণে কোণে বার্তা ছড়িয়ে দিতে আসানসোল থেকে রওনা দিলেন চার জন ছেলে ও চারজন মেয়ে।
advertisement
ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এর ডাইরেক্টর মিহির কুমার মন্ডল বলেন “সাইকেল ব্যবহার করলে ফিজিক্যালি ফিট হওয়া যায়। সঙ্গে সঙ্গে দূষণ থেকে রক্ষা করা যায় সমাজকে দেশকে। আমরা চাই মানুষ যেন আবার আগের মতো সাইকেল ব্যবহার করে দুই কিলোমিটার হোক বা পাঁচ কিলোমিটার যাওয়ার জন্য। তাহলে মানুষ ফিট থাকবে”।
advertisement
ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এর ওয়েস্ট বেঙ্গল পশ্চিম চ্যাপ্টারের পক্ষ থেকে একটি সাইকেল এক্সপেডিশন এর আয়োজন করা হয়। আসানসোল পোলো গ্রাউন্ড থেকে চারজন ছেলে ও চারজন মেয়ে মোট আটজন স্কুল ও কলেজের পড়ুয়ারা গালওয়ান ঘাঁটি চিনা বর্ডারের উদ্দেশ্যে রওনা দিল। বরাকর হয়ে ঝাড়খন্ড বিহার, উত্তর প্রদেশ, দিল্লি পাঞ্জাব হয়ে হিমাচল প্রদেশের মানালি লাদাখ পার করে গালওয়ান চীনের বর্ডারের উদ্দেশ্যে রওনা দিলেন স্কুল কলেজের পড়ুয়ারা। এদিন তাঁদের সবুজ পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করা হয়। ২৭০০ কিলোমিটার পথ পৌঁছাতে সময় লাগবে প্রায় ৩০ দিন, তবে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে সেই সময়টা কমে যেতে পারে। তাঁদের সব সময় সুরক্ষা দিতে সঙ্গে থাকছে একটি বিশেষ টিম।
advertisement
তারা এই সাইকেলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে দিতে চাইছেন যাতে সমাজের যুবকরা ভালো কাজে এগিয়ে আসে। সবাই এখন মোবাইলে ব্যস্ত তাই মোবাইল ছেড়ে ফিটনেস এর জন্য সাইকেল চালানো অতি অবশ্যই দরকার এবং দূষণ রোধে সাইকেলের ব্যবহার অনস্বীকার্য এই বার্তা পৌঁছে দিতেই তাঁরা রওনা দিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 21, 2025 10:41 PM IST
