West Bengal News: পাড়ায় কদিন ধরে ঘুরছিল এক মহিলা, তারপরেই গোটা গ্রামে অসহ্যকর গন্ধ! উৎস খুঁজতেই ডোবা থেকে যা মিলল, শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
West Bengal News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই লস্করহাটের আশপাশে অসহ্য গন্ধে হাঁসফাঁস করছিলেন গ্রামবাসীরা।
সুস্মিতা গোস্বামী, বালুরঘাট: পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার ভবঘুরে এক মহিলার পচাগলা দেহ। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল তপনের লস্করহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই লস্করহাটের আশপাশে অসহ্য গন্ধে হাঁসফাঁস করছিলেন গ্রামবাসীরা।
খোঁজ করতে গিয়েই চোখে পড়ে পরিত্যক্ত একটি ডোবার জলে ভাসমান দেহ। যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে। এরপর পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহটি উদ্ধার করে তার শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করে।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ওই মহিলা সম্ভবত ভারিলার হরিবংশীপুরের বাসিন্দা। যিনি সম্প্রতি বাড়ি ছেড়ে ভবঘুরে অবস্থায় ছিলেন। তবে পরিবারের তরফে শনাক্তকরণ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই এক অচেনা মহিলাকে ওই এলাকায় ঘুরতে দেখা যাচ্ছিল। তাঁরই দেহ মিলেছে বলে ধারণা। তবে কীভাবে ওই মহিলা ডোবায় এলেন! এ কী নিছকই কোনও দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2025 8:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পাড়ায় কদিন ধরে ঘুরছিল এক মহিলা, তারপরেই গোটা গ্রামে অসহ্যকর গন্ধ! উৎস খুঁজতেই ডোবা থেকে যা মিলল, শুনে চমকে উঠবেন