Car accident news: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়ি! অল্পের জন্য প্রাণরক্ষা চালকের, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Car accident news: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের, মুহূর্তে একটি চলন্ত গাড়ি আগুনের গ্রাসে, ভয়ানক সেই দৃশ্য ক্যামেরাবন্দি, ব্যস্ত সড়কে চালকদের চোখ আটকে গেল ভয়ানক সেই দৃশ্যে, বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে পড়ল জাতীয় সড়কে
হাওড়া: মুহূর্তে আগুনের গ্রাসে একটি চলন্ত গাড়ি, ভয়ানক সেই দৃশ্য ক্যামেরাবন্দি। ব্যস্ত সড়কে চালকদের চোখ আটকে গেল ভয়ানক সেই দৃশ্যে। বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে পড়ল জাতীয় সড়কে।
এমন দৃশ্য হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে অঙ্কুরহাটি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত হঠাৎই উলুবেড়িয়ার দিক থেকে কলকাতা যাবার পথে থমকে পড়ে একটি গাড়ি। তারপর দাউ দাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। জ্বলন্ত সেই গাড়ি থেকে কোনও ক্রমে প্রাণ বাঁচাতে চালকের আসন থেকে বাইরে বেরিয়ে আসেন চালক। পরের মুহূর্তেই গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
advertisement
advertisement
কলকাতাগামী লেনে চলাচল বন্ধ হয়। এই ভয়ানক দৃশ্য দেখে অপর লেনের বহু চালক থমকে পরেন। বেশ কিছুক্ষণ দাউ দাউ করে জ্বলতে দেখা গেল গাড়িটি। মুহূর্ত পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়। জানা গিয়েছে, ধুলোগড়ের দিক থেকে কলকাতায় যাওয়ার পথে আগুন লাগে ওই গাড়িতে। সেই সময় গাড়িতে শুধুমাত্র চালকই ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে অনুমান। গাড়িতে আগুন লেগে বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে বুঝতে পেরেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন চালক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 1:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Car accident news: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে গাড়ি! অল্পের জন্য প্রাণরক্ষা চালকের, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও