Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! বাইক থেকে নামতেই ধাক্কা মারল গাড়ি, পুকুরে ছিটকে পড়লেন মা ও শিশু, মৃ*ত্যু
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা এবং ছেলের। সেই মৃত্যু ঘিরেই চাঞ্চল্য ছড়াল নদিয়ার তেহট্টে। চার চাকা ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সঙ্গীতা ঘোষ (২৮) এবং তার চার বছরের শিশু পুত্রের।
নদিয়া, সমীর রুদ্র: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা এবং ছেলের। সেই মৃত্যু ঘিরেই চাঞ্চল্য ছড়াল নদিয়ার তেহট্টে। চার চাকা ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সঙ্গীতা ঘোষ (২৮) এবং তার চার বছরের শিশু পুত্রের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় স্বামীর সঙ্গে বাইকে চেপে শিশুপুত্রকে নিয়ে পুজোর বাজার করতে বেড়িয়েছিলেন সঙ্গীতা দেবী। বাড়ি ফেরার সময় বাড়ির সামনে বাইক থেকে নামতেই একটি চার চাকা গাড়ি তাদের ধাক্কা মারলে তারা ছিটকে পাশের একটি ডোবাতে পড়েন। সেই সঙ্গে গাড়িটি একটি ইলেকট্রিক পোলে ধাক্কা লাগে।
advertisement
advertisement
ঘটনার দেখার পরেই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন দুজনের। পরে পাশের ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়। তারপর তাদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকর মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এই দুজনের মৃত্যর খরব ছড়াতেই ক্ষিপ্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে আসে তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী, অনেক চেষ্টার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 10:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! বাইক থেকে নামতেই ধাক্কা মারল গাড়ি, পুকুরে ছিটকে পড়লেন মা ও শিশু, মৃ*ত্যু