#কলকাতা: রাজ্যজুড়ে চারটি গুরুত্বপূর্ণ পুরসভার নির্বাচনের ফলাফল (West Bengal Municipal Election 2022) প্রকাশের চার দিনের মাথায় মেয়রদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। আজ, শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিন পুর নিগমের মেয়রের নাম চূড়ান্ত করে ঘোষণা করা হয় (WB Municipal Election 2022)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই বৈঠকে বিধাননগর, চন্দননগর এবং আসানসোলের মেয়রের নাম ঘোষণা হয়। বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। চন্দননগরের মেয়র হচ্ছেন রাম চক্রবর্তী (Ram Chakraborty) এবং আসানসোলের মেয়র হলেন বিধান উপাধ্যায় (Bidhan Upadhyay)।
আরও পড়ুন- সব জল্পনার অবসান, তৃণমূলে নিজের পুরনো পদেই ফিরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ২২ ফেব্রুয়ারি শপথ নিতে পারেন পুরসভার মেয়ররা। আগামী কয়েকদিনের মধ্যেই মেয়র পদের শপথের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলেই সূত্রের খবর। মেয়র পদে শপথগ্রহণের দিনইই নবনির্বাচিত জনপ্রতিনিধিরাও শপথ নেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভায় ভোট হয়। ১৪ ফেব্রুয়ারি হয় ভোট গণনা।
আরও পড়ুন- দেশজুড়ে ১৭৪.৫৯ কোটিরও বেশি করোনার ভ্যাক্সিন দেওয়া হয়েছে নাগরিকদের: কেন্দ্র সরকার
পুরসভার নির্বাচনে (Municipal Election) সবক’টি পুরসভায় নিরঙ্কুশ প্রাধান্য রেখে জয়ী (WB Municipal Election 2022) হয়েছে তৃণমূল। শিলিগুড়ি পুরসভার মেয়র হচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। আসানসোলর মেয়র কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে একাধিক নামের গুঞ্জন শোনা যাচ্ছিল। কুলটির উজ্জ্বল চট্টোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়ের নাম মেয়র পদের জন্য বারবার ঘিরে ফিরে আসছিল। বিদায়ী মেয়র অমর নাথ চট্টোপাধ্যায়কেই ফের মেয়র করা হবে কী না তা নিয়েও জল্পনা ছিল। মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটকের নামও ছিল তালিকার প্রথম দিকেই। ডেপুটি মেয়র হিসেবে ওয়াসিমুল হল এবং অভিজিৎ ঘটকের নাম ঘোষণা করেন ফিরহাদ হাকিম। আসানসোলের চেয়ারম্যান হলেন অমরনাথ চট্টোপাধ্যায়।
চন্দননগরে (WB Municipal Election 2022) অবশ্য প্রথম থেকেই প্রাক্তন মেয়র রাম চক্রবর্তীর নাম সম্ভাব্য মেয়র হিসাবে উঠে এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।