West Bengal News: হঠাৎ দোকানে এসেছিল অপরিচিত যুবক, অসাধ্যসাধন করলেন মুদি ব্যবসায়ী!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: রবিবার সেই যুবককে তাঁর পরিবারের হাতে তুলে দিলেন প্রদীপ দাস নামে ওই ব্যবসায়ী।
#ফ্রেজারগঞ্জ: নিজের প্রচেষ্টায় নিখোঁজ ব্যাক্তিকে পরিবারের হাতে তুলে দিলেন ফ্রেজারগঞ্জের এক মুদি ব্যবসায়ী। হোয়াটসঅ্যাপের মাধ্যমে মধ্যপ্রদেশ থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক যুবকের পরিবার খুঁজে বের করলেন তিনি। রবিবার সেই যুবককে তাঁর পরিবারের হাতে তুলে দিলেন প্রদীপ দাস নামে ওই ব্যবসায়ী।
জানা গিয়েছে, ৬ মাস আগে ভিন রাজ্য থেকে ভিকি ঠাকুর নামে বছর ২৭-এর ওই যুবক নিখোঁজ হয়ে যান। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজেও ছেলের কোনও সন্ধান পাননি। এদিক সেদিক ঘুরতে ঘুরতে কোনওভাবে বকখালি চলে আসেন তিনি। দিন দশেক আগে ফ্রেজারগঞ্জের মনসাতলা বাস স্ট্যান্ডের কাছে একটি দোকানে খাবার চাইতে আসেন ওই যুবক। এই দোকানের মালিকই হলেন প্রদীপ দাস।
advertisement
advertisement
কিন্তু তখনও ওই যুবকের ব্যাপারে তিনি কিছু জানতেন না। খাবার দিয়ে তাঁর সঙ্গে নানা কথাবার্তা বলতে শুরু করেন ওই ব্যবসায়ী। কিন্তু প্রথমে কোনও কথাই তিনি বলতে চাইছিলেন না বলে জানান প্রদীপবাবু। তিনি বলেন, ''অনেক ভাবে চেষ্টা করে বুঝতে পারি, কোনওভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এরপর কায়দা করে ওর কাছ থেকে নাম, ঠিকানা জানার চেষ্টা করেও লাভ হয়নি। শুধু দু’টি ফোন নম্বর দিতে পেরেছে মাত্র। এদিকে, এই নম্বরে ফোন করলে বন্ধ বলছিল। শেষমেশ তাতে হোয়াটসঅ্যাপ করে যুবকের ছবি পাঠিয়ে রেখেছিলাম।'' এই কদিন ভিকিকে নিজের কাছেই আশ্রয় দিয়েছিলেন প্রদীপবাবু।
advertisement
শুক্রবার আচমকা যে নম্বরে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল, সেখান থেকে ফোন আসে প্রদীপবাবুর মোবাইলে। ছবি চিনতে পেরে ওপার থেকে বলা হয়, যুবকের নাম ভিকি। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। এরপরই তাঁর বাবার নম্বর ওই ব্যবসায়ীকে দেওয়া হয়। শনিবার ভিডিও কল করে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ভিকিকে দেখে চিনতে পারেন তাঁরা। ছেলেকে আনতে ওইদিন রাতেই রওনা দেন যুবকের বাবা। রবিবার দুপুরে বকখালি চলে আসেন তিনি। তাঁর হাতে ছেলেকে তুলে দিয়ে তৃপ্ত ওই ব্যবসায়ী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2021 12:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হঠাৎ দোকানে এসেছিল অপরিচিত যুবক, অসাধ্যসাধন করলেন মুদি ব্যবসায়ী!