দিন দুই আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Royal Bengal Tiger Found in Buxa) জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল। প্রথম বারের তুলনায় দ্বিতীয় বার আরও স্পষ্ট ছবি ধরা পড়েছে ডোরাকাটার। তবে এই যাবৎ প্রকাশ্যে আসা অন্য বাঘের (Royal Bengal Tiger) ছবির সঙ্গে মিলিয়ে দুটি ছবি একই বাঘের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।