North 24 Parganas News: সহায়ক মূল্যে ধান কেনা শুরু রাজ্যের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
প্রতিটা জেলায় ক্যাম্প করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে রাজ্য সরকার। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে
উত্তর ২৪ পরগনা: সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করল রাজ্য সরকার। এতে উপকৃত হবেন কৃষকরা। যাতে ন্যায্য মূল্যে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান বিক্রি করতে পারেন তাই রাজ্য সরকারের এমন উদ্যোগ।
প্রতিটা জেলায় ক্যাম্প করে কৃষকদের কাছ থেকে ধান কিনছে রাজ্য সরকার। বাদুড়িয়ার শায়াস্তানগর-২ গ্রাম পঞ্চায়েতের খেলার মাঠে এমনই একটি ধান কেনার শিবির হয়েছে। সেখানে এদিন সকাল থেকে শিবহাটি, গন্ধব্যপুর, কামারডাঙা, কাটিয়াহাট সহ বিভিন্ন গ্রামের কৃষকরা উৎপাদিত ধান বস্তাবন্দি করে নিয়ে এসে ওজন করে নির্দিষ্ট দামে বিক্রি করেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
কৃষকদের দাবি, বাইরের ধান বিক্রি করতে হলে সেভাবে দাম পাওয়া যায় না। কিন্তু সরকারি ক্যাম্পে বিক্রি করে তাঁরা অতিরিক্ত অর্থ পাচ্ছেন। প্রতি কুইন্টাল ধান ২,১৮৩ টাকা দরে কিনছে রাজ্য সরকার। পাশাপাশি ২০ টাকা উৎসাহ ভাতা দেওয়া হচ্ছে কৃষকদের। চলতি মরশুমে রাজ্যের ধান কেনা শুরু হতেই হাসি ফুটেছে গ্রাম বাংলার কৃষকদের মুখে।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2023 6:48 PM IST