West Bengal Earthquake Fear: শহর থেকে জেলা, আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল ফ্যান-আলমারি! রাজ্যজুড়ে আফটারশকের আতঙ্ক

Last Updated:

West Bengal Earthquake Fear: শহর থেকে জেলায় হঠাৎই কেঁপে উঠল মাটি, ভূমিকম্পের আতঙ্ক ছড়াল বিস্তীর্ণ এলাকায়। ঘর ছেড়ে রাস্তায় আতঙ্কিত মানুষ।

ভূমিকম্পে কাঁপল বাংলা
ভূমিকম্পে কাঁপল বাংলা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়:  সকাল দশটা বেজে দশ মিনিটে আচমকা কেঁপে উঠল শহর কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। এছাড়াও কোচবিহার, মালদহ, নদিয়াতেও কম্পন অনুভূত হয়। শহর থেকে জেলা- সর্বত্র মানুষ টের পান ভূমিকম্পের ঝাঁকুনি।
বহু জায়গায় বাড়ির পাখা, আলমারি কেঁপে ওঠে, পুকুরের জল দুলতে দেখা যায়। হঠাৎ মাথা ঘোরার মতো অনুভব করেন অনেকেই। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের টুঙ্গী এলাকা, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৭ মাত্রায় প্রায় ৪০ সেকেন্ড ধরে অনুভূত কম্পন! রাজ্যজুড়ে প্রবল আতঙ্ক
প্রায় এক মিনিট ধরে চলা এই কম্পনে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে চাঞ্চল্য দেখা দেয়, রাজ্যের নানা প্রান্তেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। অফিস টাইমে কম্পন অনুভূত হওয়ায় অনেক জায়গায় মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ২৭ নভেম্বর থেকে টানা চারদিন বন্ধ বর্ধমান-তিনপাহাড় ট্রেন চলাচল, রুট বদল চার জরুরি ট্রেনের! যাত্রীরা জেনে রাখুন
তবে আফটার শকের আশঙ্কায় আতঙ্কে রয়েছেন জেলার মানুষের মধ্যে। তথ্যপ্রযুক্তির নগরী-সহ ব্যারাকপুর শিল্পাঞ্চল, দমদম এয়ারপোর্ট বিভিন্ন জায়গায় এদিনের কম্পন টের পান মানুষজন। বহুতল আবাসনগুলিতেও বহু ক্ষেত্রে ফাটল দেখা দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Earthquake Fear: শহর থেকে জেলা, আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল ফ্যান-আলমারি! রাজ্যজুড়ে আফটারশকের আতঙ্ক
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement