Khardah By Election: প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের প্রচারে সৌজন্য খড়দহে

Last Updated:

এ দিন সকালে খড়দহের শান্তিনগর এলাকায় প্রচারে বেরোন বিজেপি প্রার্থী জয় সাহা৷ এলাকার বাসিন্দাদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জনসংযোগও সারেন তিনি (Khardah By Election)৷

প্রচারে খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা৷
প্রচারে খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা৷
#খড়দহ: খড়দহে উপনির্বাচনের (Khardah By Election) আগে সৌজন্যের ছবি৷ খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিনহার বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মাল্যদান করলেন উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী জয় সাহা (Joy Saha)৷ পাল্টা বিজেপি-র (BJP) তরুণ প্রার্থীকে আশীর্বাদ করে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রয়াত কাজল সিনহার (Kajal Sinha) স্ত্রী নন্দিতা সিনহা৷
আগামী ৩০ অক্টোবর খড়দহে উপনির্বাচন (West Bengal By Elections)৷ তার আগে সব দলের প্রার্থীরাই জোর কদমে প্রচার চালাচ্ছেন৷ বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের কাজল সিনহা৷ কিন্তু নির্বাচনের ফল ঘোষণার আগেই তাঁর মৃত্যু হয়৷ সেই কারণেই ফের খড়দহে উপনির্বাচন হচ্ছে৷
advertisement
advertisement
এ দিন সকালে খড়দহের শান্তিনগর এলাকায় প্রচারে বেরোন বিজেপি প্রার্থী জয় সাহা৷ এলাকার বাসিন্দাদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জনসংযোগও সারেন তিনি৷ শান্তিনগর এলাকাতেই প্রয়াত কাজল সিনহার বাড়ি৷ সেই বাড়িতেও ঢোকেন বিজেপি প্রার্থী৷ সেই সময় বাড়িতেই ছিলেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা৷ বিজেপি প্রার্থীকে ভিতরে আসতে বলেন তিনি৷ কাজল সিনহার ছবিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী৷ নন্দিতাদেবীর পায়ে হাত দিয়েও প্রণাম করেন তিনি৷ বিজেপি প্রার্থীকে ভবিষ্যতের রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা জানান নন্দিতাদেবী৷
advertisement
প্রয়াত তৃণমূল নেতার বাড়িতে যাওয়া প্রসঙ্গে বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, 'আমি খড়দহেরই বাসিন্দা৷ প্রচারে বেরিয়ে কাজল সিনহার বাড়িতে আসব না সেটা তো হতে পারে না৷ আমি অত্যন্ত খুশি যে ওনার স্ত্রী আমাকে কাজল বাবুর ছবিতে মাল্যদান করার অনুমতি দিয়েছেন৷'
কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা খড়দহ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী৷ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টৌপাধ্যায়ের হয়েও প্রচারে যথেষ্ট ব্যস্ত তিনি৷ বিজেপি প্রার্থীর সৌজন্য নিয়ে নন্দিতাদেবী বলেন, 'আমরা তো কাউকে বলতে পারি না যে আমার বাড়িতে আসবেন না বা কাজলবাবুর ছবিতে মালা দেবেন না৷ এটা আমাদের দিদির শিক্ষা৷'
advertisement
আগামী ৩০ অক্টোবর খড়দহের পাশাপাশি শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা কেন্দ্রেও উপনির্বাচন৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তাঁকে খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী করেছে শাসক দল৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardah By Election: প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের প্রচারে সৌজন্য খড়দহে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement