Khardah By Election: প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের প্রচারে সৌজন্য খড়দহে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকালে খড়দহের শান্তিনগর এলাকায় প্রচারে বেরোন বিজেপি প্রার্থী জয় সাহা৷ এলাকার বাসিন্দাদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জনসংযোগও সারেন তিনি (Khardah By Election)৷
#খড়দহ: খড়দহে উপনির্বাচনের (Khardah By Election) আগে সৌজন্যের ছবি৷ খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিনহার বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মাল্যদান করলেন উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী জয় সাহা (Joy Saha)৷ পাল্টা বিজেপি-র (BJP) তরুণ প্রার্থীকে আশীর্বাদ করে তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রয়াত কাজল সিনহার (Kajal Sinha) স্ত্রী নন্দিতা সিনহা৷
আগামী ৩০ অক্টোবর খড়দহে উপনির্বাচন (West Bengal By Elections)৷ তার আগে সব দলের প্রার্থীরাই জোর কদমে প্রচার চালাচ্ছেন৷ বিধানসভা নির্বাচনে খড়দহ কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের কাজল সিনহা৷ কিন্তু নির্বাচনের ফল ঘোষণার আগেই তাঁর মৃত্যু হয়৷ সেই কারণেই ফের খড়দহে উপনির্বাচন হচ্ছে৷
advertisement
advertisement
এ দিন সকালে খড়দহের শান্তিনগর এলাকায় প্রচারে বেরোন বিজেপি প্রার্থী জয় সাহা৷ এলাকার বাসিন্দাদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জনসংযোগও সারেন তিনি৷ শান্তিনগর এলাকাতেই প্রয়াত কাজল সিনহার বাড়ি৷ সেই বাড়িতেও ঢোকেন বিজেপি প্রার্থী৷ সেই সময় বাড়িতেই ছিলেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা৷ বিজেপি প্রার্থীকে ভিতরে আসতে বলেন তিনি৷ কাজল সিনহার ছবিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী৷ নন্দিতাদেবীর পায়ে হাত দিয়েও প্রণাম করেন তিনি৷ বিজেপি প্রার্থীকে ভবিষ্যতের রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা জানান নন্দিতাদেবী৷
advertisement
প্রয়াত তৃণমূল নেতার বাড়িতে যাওয়া প্রসঙ্গে বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, 'আমি খড়দহেরই বাসিন্দা৷ প্রচারে বেরিয়ে কাজল সিনহার বাড়িতে আসব না সেটা তো হতে পারে না৷ আমি অত্যন্ত খুশি যে ওনার স্ত্রী আমাকে কাজল বাবুর ছবিতে মাল্যদান করার অনুমতি দিয়েছেন৷'
কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা খড়দহ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী৷ উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টৌপাধ্যায়ের হয়েও প্রচারে যথেষ্ট ব্যস্ত তিনি৷ বিজেপি প্রার্থীর সৌজন্য নিয়ে নন্দিতাদেবী বলেন, 'আমরা তো কাউকে বলতে পারি না যে আমার বাড়িতে আসবেন না বা কাজলবাবুর ছবিতে মালা দেবেন না৷ এটা আমাদের দিদির শিক্ষা৷'
advertisement
আগামী ৩০ অক্টোবর খড়দহের পাশাপাশি শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা কেন্দ্রেও উপনির্বাচন৷ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিতে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ তাঁকে খড়দহ কেন্দ্র থেকে প্রার্থী করেছে শাসক দল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2021 12:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Khardah By Election: প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের প্রচারে সৌজন্য খড়দহে