Babul Supriyo Resigns: অবশেষে সময় পেলেন, মঙ্গলবার বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বাবুল সুপ্রিয়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Babul Supriyo Resigns: সূত্রের খবর, আগামী মঙ্গলবার, ১৯ অক্টোবর, বাবুল সুপ্রিয়কে সময় দিয়েছেন স্পিকার। ওই দিনই দিল্লি গিয়ে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল।
#কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রীপদ হারিয়ে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, আর রাজনীতি করবেন না। এমনকী এও বলেছিলেন, তাঁর নির্দিষ্টভাবে একটাই দল, একটা বিশ্বাসেই তাই তিনি বিশ্বাসী। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) এই ঘোষণা অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি। BJP ছেড়ে সরাসরি তিনি দলবদল করেছেন তৃণমূলে। কিন্তু এর পর? এখনও ঘোষণা না হলেও তাঁকে বড় দায়িত্বই যে তৃণমূল দিতে চলেছে, তা স্পষ্ট, এমনকী বাবুল নিজেও বারবার তা বুঝিয়ে দিয়েছেন। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, BJP ছেড়ে তিনি ওই দলের সাংসদ পদ আঁকড়ে থাকবেন না। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছিলেন সাক্ষাতের। তা পেলেই তিনি ইস্তফা দেবেন সাংসদ পদ থেকে। অবশেষে সেই সময় এল। সূত্রের খবর, আগামী মঙ্গলবার, ১৯ অক্টোবর, বাবুলকে সময় দিয়েছেন স্পিকার। ওই দিনই দিল্লি গিয়ে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল।
প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় যে দিন বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই আসানসোলের সাংসদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে, সেইসব জল্পনা দূরে সরিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘অন্য কোনও দলে যাচ্ছি না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, কোথাও নয়। একেবারে নিশ্চিত ভাবে বলছি। কেউ আমায় ডাকেনি, আমিও কোথাও যাচ্ছি না। আমি বরাবর একপক্ষের সমর্থক। চিরকাল মোহনবাগানকেই সমর্থন করে এসেছি। বাংলায় একমাত্র বিজেপিই করেছি।’ শুধু তাই নয়, বাবুল এমনও লিখেছিলেন, ‘সমাজসেবা করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। নিজেকে একটু গুছিয়ে নিই আগে, তারপর....।’ তবে, সেই কথা বেশিদিন স্থায়ী হয়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাবুল।
advertisement
With due respect to the High Office of Hon’ble Speaker Shri @ombirlakota I very humble present the official letter I sent on the 20th of Sept which also bears a ‘Received’ acknowledgment from Hon’ble Sir’s office•A separate request for the same ws made by Shri @SaugataRoyMP too https://t.co/8I88pSkV9U pic.twitter.com/4R6zQ962SI
— Babul Supriyo (@SuPriyoBabul) October 1, 2021
advertisement
advertisement
তারপর থেকেই বাবুলকে নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। কেন সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বাবুল, সেই কটাক্ষও করছিল গেরুয়া শিবির। কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, মুখোমুখি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেই ইস্তফা দেবেন তিনি। মাঝে এ নিয়ে বিতর্ক তৈরি হলে স্পিকারকে পাঠানো চিঠির প্রতিলিপি ট্যুইটারে তুলে দিয়ে বাবুল লিখেছিলেন, 'মাননীয় স্পিকারের উচ্চ কার্যালয়ে আমি সাক্ষাতের সময় চেয়ে আমার চিঠি পাঠাই। শ্রদ্বেয় স্যারের কার্যালয় থেকে সেই চিঠির একটি প্রাপ্তিস্বীকারও করা হয়েছে। আবারও একই অনুরোধ জানাচ্ছি। সাংসদ সৌগত রায়ও এই মর্মে একটি চিঠি দিয়েছেন।' অর্থাৎ, লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো চিঠিটি ট্যুইটারে তুলে দিয়ে বাবুল স্পষ্ট করে দিয়েছিলেন, স্পিকারের তরফে সময় মেলেনি বলেই এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেননি তিনি।
advertisement
সূ্ত্রের খবর, সেই সময় অবশেষে পেয়েছেন বাবুল সুপ্রিয়। ১৯ অক্টোবর তাঁকে সময় দিয়েছেন লোকসভার অধ্যক্ষ। তাই ওইদিনই লোকসভার সাংসদ পদ ছেড়ে দিতে চলেছেন বাবুল, তৃণমূল সূত্রে এমনটাই খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 2:06 PM IST