Tripura Politics: রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, পুজোর আবহে ত্রিপুরায় যে মারাত্মক কাণ্ড ঘটল...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tripura Politics: জানা গিয়েছে, শুক্রবার রাতে আগরতলায় শান্তনু সাহার বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, তাঁরা সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী।
#আগরতলা: দুর্গাপুজো মিটতে না মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা। ফের তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল বিজেপি শাসিত রাজ্যে। তৃণমূল কংগ্রেস নেতা তথা ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে খবর। অভিযোগের তির BJP-র বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এতটাই আহত হয়েছেন ওই তৃণমূল নেতা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে পূর্ব আগরতলা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল।
জানা গিয়েছে, শুক্রবার রাতে আগরতলায় শান্তনুর বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, তাঁরা সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী। রাতের অন্ধকারে শান্তনুর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। আহত শান্তনুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। শান্তনুকে দেখতে হাসপাতালে যান ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক। সেখানেই তিনি বলেন, ''এভাবে তৃণমূলকে আটকানো যাবে না। শুধু তৃণমূল করার অভিযোগে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা নজিরবিহীন। কিন্তু ত্রিপুরার মানুষের মনে জায়গা করে নিয়েছে তৃণমূল।''
advertisement
What is @BjpBiplab so afraid of? Why is he not uttering a single word about the repeated attacks on our workers by BJP goons? Who is orchestrating these merciless attacks? People of Tripura are watching... They are unitedly going to oust the @BJP4Tripura government! pic.twitter.com/vPAmY7MED9
— AITC Tripura (@AITC4Tripura) October 16, 2021
advertisement
advertisement
সূত্রের খবর, ঘটনার পরপরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে তৃণমূলের কোন কোন শীর্ষ নেতা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।
এ রাজ্যে তৃতীয় বারের মতো ক্ষমতা দখল করে এবার ত্রিপুরায় নজর দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে ব্যাপকভাবে সংগঠনও গড়ে তোলা হচ্ছে। আর সেই সূত্রেই শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। যুব তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরও আক্রমণ নেমে এসেছিল। আক্রান্ত হয়েছেন দোলা সেন সহ একাধিক সাংসদ। সেই রেশ মিটতে না মিটতেই এবারও আক্রমণ নেমে এল তৃণমূল নেতার উপর। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস রায় বলেন, ‘ত্রিপুরার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন। তাই বারবার ত্রিপুরায় হামলার শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার শান্তনু সাহাকে আক্রমণ করা হয়েছে।’ বিজেপির পক্ষ থেকে অবশ্য বলা কটাক্ষের সুরে বলা হয়েছে, ‘আগে বাংলা সামলাক তৃণমূল। তারপর তারা ত্রিপুরা নিয়ে ভাববে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 11:52 AM IST