Tripura Politics: রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, পুজোর আবহে ত্রিপুরায় যে মারাত্মক কাণ্ড ঘটল...

Last Updated:

Tripura Politics: জানা গিয়েছে, শুক্রবার রাতে আগরতলায় শান্তনু সাহার বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, তাঁরা সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী।

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল
#আগরতলা: দুর্গাপুজো মিটতে না মিটতেই ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা। ফের তৃণমূলের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল বিজেপি শাসিত রাজ্যে। তৃণমূল কংগ্রেস নেতা তথা ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির সদস্য শান্তনু সাহাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে খবর। অভিযোগের তির BJP-র বিরুদ্ধে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। এতটাই আহত হয়েছেন ওই তৃণমূল নেতা, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গোটা ঘটনার প্রতিবাদে রবিবার বিকেলে পূর্ব আগরতলা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূল।
জানা গিয়েছে, শুক্রবার রাতে আগরতলায় শান্তনুর বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। তৃণমূলের অভিযোগ, তাঁরা সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী। রাতের অন্ধকারে শান্তনুর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। আহত শান্তনুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। শান্তনুকে দেখতে হাসপাতালে যান ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক। সেখানেই তিনি বলেন, ''এভাবে তৃণমূলকে আটকানো যাবে না। শুধু তৃণমূল করার অভিযোগে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা নজিরবিহীন। কিন্তু ত্রিপুরার মানুষের মনে জায়গা করে নিয়েছে তৃণমূল।''
advertisement
advertisement
advertisement
সূত্রের খবর, ঘটনার পরপরই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে থানা ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে তৃণমূলের কোন কোন শীর্ষ নেতা থাকবেন, তা এখনও স্পষ্ট নয়।
এ রাজ্যে তৃতীয় বারের মতো ক্ষমতা দখল করে এবার ত্রিপুরায় নজর দিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই সেখানে ব্যাপকভাবে সংগঠনও গড়ে তোলা হচ্ছে। আর সেই সূত্রেই শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। যুব তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরও আক্রমণ নেমে এসেছিল। আক্রান্ত হয়েছেন দোলা সেন সহ একাধিক সাংসদ। সেই রেশ মিটতে না মিটতেই এবারও আক্রমণ নেমে এল তৃণমূল নেতার উপর। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস রায় বলেন, ‘‌ত্রিপুরার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছেন। তাই বারবার ত্রিপুরায় হামলার শিকার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার শান্তনু সাহাকে আক্রমণ করা হয়েছে।’‌ বিজেপির পক্ষ থেকে অবশ্য বলা কটাক্ষের সুরে বলা হয়েছে, ‘‌আগে বাংলা সামলাক তৃণমূল। তারপর তারা ত্রিপুরা নিয়ে ভাববে।’‌
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা, পুজোর আবহে ত্রিপুরায় যে মারাত্মক কাণ্ড ঘটল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement