'আমার উপর ফের হামলা হতে পারে', 'নতুন' হাত পেয়েই আশঙ্কায় ভুগছেন রেণু!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হবে বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধাড়া।
#বর্ধমান: একদিকে যখন স্বাভাবিক জীবনের স্বার্থে রেণু খাতুনের জন্য কৃত্রিম হাত দিতে চলেছে পূর্ববর্ধমান জেলা পরিষদ, তখন তার উল্টোদিকে রেনু খাতুন কাণ্ডে অভিযুক্ত ৩ জনের জামিন হয়ে যাওয়ায় রেনু জানান, ''আমি আতঙ্কিত, পুলিশের তদন্তে গাফিলতি থাকতে পারে। তার জন্যই হয়ত জামিন পেয়ে গেছে। জামিন হওয়ায় আমি আশঙ্কা করছি, আমার উপর ফের হামলা হতে পারে।''
পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হবে বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধাড়া।
পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গৃহবধু রেণু খাতুনের ডান হাত কব্জি থেকে বাদ দেওয়ার পর তাঁর জন্য কৃত্রিম হাতের উদ্যোগ নেয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরেই এর জন্য সমস্ত ব্যয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ বহন করবে বলে জানিয়ে দেন সভাধিপতি শম্পা ধাড়া।
advertisement
advertisement
উল্লেখ্য, গত ৪ জুন কেতুগ্রামের কোজলসা গ্রামের গৃহবধূ রেণু খাতুনকে নার্সিং-এ চাকরি করতে না দিতে তাঁর ডান হাতের কব্জি কেটে দেন স্বামী সেখ সরিফুল ওরফে সিরাজ সেখ। এমনই অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রাজ্য জুড়ে। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে নার্সিং-এ চাকরি দেওয়া হয়। বর্তমানে রেণু খাতুন নার্সিং কলেজে কর্মরত।
advertisement
রোগী কল্যাণ সমিতি ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের এই উদ্যোগে খুশি রেণু খাতুন। তিনি জানিয়েছিলেন, ''এর জন্য সকলকে আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এর ফলে আগামীদিনে আমার কাজ করতে অনেক সুবিধা হবে।'' অন্যদিকে সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, রেণুর লড়াইকে কুর্ণিশ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই রেণুকে সরকারী চাকরিও দেওয়া হয়েছে। যেহেতু তার ডান হাত নিয়েই সমস্যা তাই তাকে নানাবিধ অসুবিধায় পরতে হচ্ছিলো সেই জায়গা থেকেই তাদের পক্ষ থেকে এই উদ্যোগ যাতে রেনু আগামীদিনে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 1:19 PM IST