বন্ধ রাইস মিলের আড়ালে কর্মকাণ্ড, অনুব্রতকে ফাঁদে ফেলতে সিবিআই-এর নতুন চাল

Last Updated:

Cow Smuggling Case: সিবিআই তদন্তকারীদের অনুমান , এসব বন্ধ রাইস মিল গুলির মাধ্যমে গরু পাচারের কালো টাকা হাত ঘুরে সাদা করার চেষ্টা! আর তাই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিপোর্টকে হাতিয়ার করতে চাইছে সিবিআই।

#কলকাতা: অনুব্রত  মণ্ডল ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিত ব্যবসায়ীদের যে সব রাইস মিলে উৎপাদন  বন্ধ,  সেই সব মিলে এবার নজর সিবিআই-এর। এখনও পর্যন্ত বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠদের ১২টি রাইস মিলের মধ্যে কয়েকটি বন্ধ রাইস মিল রয়েছে । বন্ধ রাইস মিল গুলিতে, উৎপাদন চলাকালীন সময়ে উৎপাদনের ভিত্তিতে কত বার্ষিক লাভ হত? বার্ষিক আয় কত ছিল? আয় ও লাভের মধ্যে কত ফারাক? জানতে চায় সিবিআই।
সিবিআই তদন্তকারীদের অনুমান , এসব বন্ধ রাইস মিল গুলির মাধ্যমে গরু পাচারের কালো টাকা হাত ঘুরে সাদা করার চেষ্টা! আর তাই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিপোর্টকে হাতিয়ার করতে চাইছে সিবিআই।অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বন্ধু, ব্যবসায়ীদের ভূমিকা সিবিআইয়ের স্ক্যানারে। অনুব্রতর আত্মীয় ছাড়াও পরিচিত ঘনিষ্ঠ বন্ধুদের, ব্যবসায়ীদের  সম্পত্তির পরিমাণও খতিয়ে দেখবে সিবিআই।
advertisement
advertisement
সিবিআই সূত্রে খবর, অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বীরভূমে মোট ছয়টি রাইস মিলের সঙ্গে যোগ আছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ  বন্ধুর বীরভূমে দুটি রাইস মিলের যোগ রয়েছে।  এছাড়া  অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুত বরণ গায়েনের বিপুল সম্পত্তি উৎস খোঁজ করতে সিবিআইয়ের স্ক্যানারে আরও কয়েকজন রয়েছেন। অনুব্রতর বেনামি সম্পত্তি  খোঁজ করতে এবার আরও কিছু অনুব্রত ঘনিষ্ঠ বন্ধুদের সম্পত্তি সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে। তবে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পরিচিত ও আত্মীয়দের কোটি কোটি টাকার সম্পত্তি  অনুব্রত মন্ডলের গরু পাচারের টাকাতেই হয়েছিল, তা প্রমাণ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে  তদন্তকারীদের।
advertisement
কারণ সিবিআইয়ের দাবি অনুসারে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও  নথির তথ্য প্রমাণ মিলেছে ঠিকই, কিন্তু তা গরু পাচারের টাকাতেই যে বিপুল সম্পত্তি অনুব্রতর পরিচিত ও আত্মীয়দের রয়েছে, তা প্রমাণ করা সিবিআইয়ের  কাছে চ্যালেঞ্জ। অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেননি বলে দাবি সিবিআইয়ের। জেল হেফাজতে থেকে তিনি কি আদৌও সহযোগিতা করবেন? কেন অনুব্রতর জেল হেফাজত? সিবিআইয়ের দাবি অনুসারে, গরু পাচারকারীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে অনুব্রত মণ্ডলের।
advertisement
2০১৫-২০১৯-এর মধ্যে বিপুল সম্পত্তি হয়েছে অনুব্রতর আত্মীয়- পরিজন ও পরিচিতদের। অনুব্রতর ঘনিষ্ঠ আত্মীয়, পরিচিতদের মাধ্যমে কোম্পানি তৈরি করে বিপুল টাকা ব্যবসায় বিনিয়োগ করেছেন। যা তাদের আয় ও জীবনযাত্রা  মানের সঙ্গে মেলে না বলে দাবি সিবিআইয়ের। অনুব্রতর বিরুদ্ধে দূর্নীতি দমন আইনেও অভিযোগ করা দরকার। এমনকী গোপন জবানবন্দিতেও নাম উঠে এসেছে অনুব্রতর নাম। রাজনৈতিক ভাবে প্রভাবশালী অনুব্রত মণ্ডল গরু পাচারকারীদের সর্বশক্তিমান সহায়তাকারী ও ষড়যন্ত্রকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করেছিলেন, দাবি সিবিআইয়ের। ফলে তাঁকে জেল হেফাজতে রেখেও  তদন্তর মূলে পৌঁছাতে চায় সিবিআই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বন্ধ রাইস মিলের আড়ালে কর্মকাণ্ড, অনুব্রতকে ফাঁদে ফেলতে সিবিআই-এর নতুন চাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement