West Bardhaman News: আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে চলছে বড় কর্মকাণ্ড! এবার কি বাড়বে আলুর জোগান?
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: রাজ্য থেকে আলু যাতে বাইরে না যায়, সেদিকে সজাগ রয়েছেন প্রশাসনের কর্মীরা।
আসানসোল, পশ্চিম বর্ধমান: বিগত কয়েক মাস ধরেই আলুর দাম ঊর্ধ্বমুখী। কিছু ক্ষেত্রে আলুর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে যেতেও দেখা গিয়েছে। এই পরিস্থিতি দেখে রীতিমতক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া মনোভাব নিয়েছে প্রশাসন। দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। ভিন রাজ্যে আলু রফতানি করার ক্ষেত্রেও করা মনোভাব নিয়েছে প্রশাসন।
রাজ্যে আলুর জোগান ঠিক রাখতে আপাতত ভিন রাজ্যে আলু রফতানিকরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের। বাজারে নতুন আলু না আসা পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে। আর এই নির্দেশিকার পরেই বাংলা ঝাড়খন্ড সীমান্তে দেখা গেল পুলিশ কর্মীদের তৎপরতা। আলু বোঝাই লরিগুলিকে আটকে দেওয়া হয়েছে সীমান্তে। ফের ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের দিকে।
advertisement
বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্ট অন্যতম। সেখানে কুলটি থানার ট্রাফিক গার্ড এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ কর্মীদের তৎপরতা দেখা গিয়েছে। সীমান্ত দিয়ে পারাপার করতে যাওয়া সমস্ত লরিগুলির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য থেকে আলু যাতে বাইরে না যায়, সেদিকে সজাগ রয়েছেন প্রশাসনের কর্মীরা। তাই যে সমস্ত আলু বোঝায় লরিগুলি ভিন্ন রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে, সেগুলিকে সীমান্তেই আটকে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: Weather Updates: শীতের মধ্যেই হাওয়া অফিসের বড় খবর! সপ্তাশেষে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বৃষ্টিতে ভাসতে চলেছে!
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পড়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে রাজ্যে আলুর সর্বোচ্চ দাম ৩০ টাকা কেজি প্রতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট আলু ব্যবসায়ীরা বলছেন, তাদের বেশি দামে আলু কিনতে হয়েছে। ফলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে প্রশাসনের এই মনোভাব দেখে তারা আশা প্রকাশ করেছেন, যদি রাজ্য থেকে আলু বাইরে না যায়, তাহলে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। যে কারণে ক্রেতাদের ওপর বাড়তি দামের চাপ পড়বে না।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 10:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে চলছে বড় কর্মকাণ্ড! এবার কি বাড়বে আলুর জোগান?