Durga Puja 2025: মণ্ডপে ঢুকলেই হারিয়ে যাবেন প্রকৃতির কোলে! রয়েছে আগাগোড়া বিশেষত্ব, নজরকাড়া থিম, এবার পুজোয় মেগা হিট ২০ লক্ষ বাজেটের দুর্গাপুরের 'এই' পুজো

Last Updated:

পরিবেশ থেকে সংগৃহীত প্রাকৃতিক সামগ্রী দিয়েই গড়ে উঠছে দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজোর বিশালাকার মণ্ডপ। গাছপালা ও পক্ষী সহ পরিবেশ রক্ষার বার্তা ওই মণ্ডপে ফুটিয়ে তুলছেন নবদ্বীপের শিল্পীরা।

+
হোগলা

হোগলা পাতা দিয়ে তৈরি বিশালাকার পুজো মন্ডপ

দুর্গাপুর, দীপিকা সরকার: পরিবেশ থেকে সংগৃহীত প্রাকৃতিক সামগ্রী দিয়েই গড়ে উঠছে দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজোর বিশালাকার মণ্ডপ। গাছপালা ও পক্ষী সহ পরিবেশ রক্ষার বার্তা ওই মণ্ডপে ফুটিয়ে তুলছেন নবদ্বীপের শিল্পীরা। দুর্গাপুরে অন্যতম বিগ বাজেটের পুজো  ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম ‘পরিবেশ’। বাঁশের কাঠামো গড়ে মূলত হোগলা পাতা দিয়েই তৈরি হয়েছে সমগ্র মণ্ডপটি। এছাড়াও গাছের পাতা, ডালপালা, বাঁশের চাঁচ, খড়, কয়েতবেলের খোলা, বাবুইপাখির বাসা সহ নানা প্রাকৃতিক উপকরণ দিয়ে মণ্ডপ গড়ে উঠছে। সুক্ষ্ম কারুকার্যে ভরা চোখ ধাঁধান একেবারে ভিন্ন স্বাদের ওই আকর্ষণীয় মণ্ডপ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। পাশাপাশি তাঁদের আকর্ষণীয় দুর্গা প্রতিমা গড়ছেন কৃষ্ণনগরের সুখ্যাত মৃৎশিল্পী বিকাশ পাল।
উদ্যোক্তাদের দাবি, দুর্গা প্রতিমাও দর্শনার্থীদের মুগ্ধ করবে। পাশাপাশি অত্যাধুনিক আলোক সজ্জায় সজ্জিত হয়েছে মণ্ডপ সহ মণ্ডপ চত্বরও। তাঁদের পুজো এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে বহুবছর আগে হাতে গোনা কয়েকটি বিগ বাজেটের পুজো হত। সেকালেও তেমনভাবে থিম পুজোর চল ছিল না। ওই হাতেগোনা বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ছিল দুর্গাপুর ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাঁদের পুজো মণ্ডপ ও পরবর্তীকালে থিম পুজো দর্শনার্থীদের প্রতিবছরই মুগ্ধ করে এসেছে৷ বহু বছর ধরে এই পুজো কমিটি দুর্গাপুজোর থিমে একের পর চমক দিয়ে আসছে দর্শনার্থীদের। সেরার শিরোপাও পেয়েছে বহুবার।গত বছর তাঁদের থিম ‘এক টুকরো রাজস্থান’ দর্শনার্থীদের নজর কেড়েছিল।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের ওই পুজো কমিটির সদস্য মিন্টু বাগচী ও গোপাল বাগচী জানান, এবারের তাঁদের পুজোর বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। নবদ্বীপের শিল্পীরা বিগত কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে সম্পূর্ণ হোগলা পাতা দিয়ে মণ্ডপটি গড়ে তুলছেন। কাপড় ব্যবহার না হওয়ায় প্রচুর পরিমাণে হোগলা পাতা লেগেছে। হোগলা পাতা দিয়ে মণ্ডপের কারুকার্য ও নকশা করা হয়েছে। ওই মণ্ডপের অন্দরমহলে বাবুইপাখির বাসা, পাখি সহ লতাপাতা দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে। ৫০ ফুট উচ্চতা ও চওড়া মণ্ডপ গড়ে উঠেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত দিনে তাঁদের পুজোর কিছু থিম যেমন বরফের পাহাড় ও আদিবাসী জীবনযাত্রা বেশ আকর্ষণীয় হয়েছিল। আকর্ষণীয় মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে সারারাত ধরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হয়ে থাকে। দুর্গাপুর শহরের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ডুমুরতলার মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে আসেন। নবমীতে প্রায় দু’হাজার মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মণ্ডপে ঢুকলেই হারিয়ে যাবেন প্রকৃতির কোলে! রয়েছে আগাগোড়া বিশেষত্ব, নজরকাড়া থিম, এবার পুজোয় মেগা হিট ২০ লক্ষ বাজেটের দুর্গাপুরের 'এই' পুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement