Durga Puja 2025: মহালয়া থেকেই খুলে গেছে মণ্ডপের দরজা, কাকদ্বীপে জগন্নাথধাম দেখতে জমছে ভিড়! চমক দেখাচ্ছে 'এই' দুর্গাপুজো
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
মহালয়ার দিন থেকেই সকলের জন্য খুলে গিয়েছে এই পুজো মণ্ডপটি। ফলে সাধারণ মানুষজন অনেক বেশি সময় পাচ্ছেন এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কাকদ্বীপের অমৃতায়ন সংঘের পুজোয় এবছর রয়েছে চমক। এই পুজো মণ্ডপে রয়েছে জগন্নাথধামের ছোঁয়া। যা দেখতে ভিড় করছেন অনেকেই। মহালয়ার দিন থেকেই সকলের জন্য খুলে গিয়েছে এই পুজো মণ্ডপটি। ফলে সাধারণ মানুষজন অনেক বেশি সময় পাচ্ছেন এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য। এবছর অমৃতায়ন সংঘের পুজো ৩৯ বছরে পড়েছে।
গত কয়েক বছর ধরে থিম পুজোর দিক থেকে নজর কাড়ছে কাকদ্বীপ শহর। এবারের উৎসবে সেই ধারা বজায় রেখেছে কাকদ্বীপ অমৃতায়ন সংঘ। এছাড়াও পুজো মণ্ডপে ব্যবহার করা হয়েছে একাধিক কাগজের চায়ের কাপ। পরিবেশে প্লাস্টিক দূষণ রোধ করার বার্তা দিতে এই কাজ করা হয়েছে। এদিকে এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। সমগ্র মণ্ডপের বিভিন্ন জায়গায় কৃষ্ণের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
advertisement
উদ্যোক্তাদের দাবি, যেসব সুন্দরবনবাসী দূরত্ব বা সামর্থ্যের কারণে দিঘার জগন্নাথধাম দর্শন করতে পারেননি, তাঁদের জন্য এই মণ্ডপ হবে বাড়তি আকর্ষণ। পুজো মণ্ডপ আগে থেকেই সকলের জন্য খুলে যাওয়ায় এবছর ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিপ্লব দাস জানিয়েছেন, এই পুজো প্রতিবছর মানুষের কাছে নতুন নতুন থিম নিয়ে আবির্ভূত হয়। এবছর সাধারণ মানুষের মধ্যে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে বিপুল আগ্রহ রয়েছে। সেই কথা মাথায় রেখে কাকদ্বীপের অমৃতায়ন সংঘের এই থিম তৈরি করা হয়েছে। যা নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
September 25, 2025 10:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মহালয়া থেকেই খুলে গেছে মণ্ডপের দরজা, কাকদ্বীপে জগন্নাথধাম দেখতে জমছে ভিড়! চমক দেখাচ্ছে 'এই' দুর্গাপুজো