মেঘলা আকাশ, সপ্তাহের মাঝেই ফের বৃষ্টি! আবারও কি শীতের কামড়?
- Published by:Pooja Basu
Last Updated:
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এমনই জানিয়েছে হাওয়া অফিস।
#কলকাতা: সকাল থেকে আকাশের মেঘ ভার৷ আবারও হবে বৃষ্টি৷ সপ্তাহের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। পূবালী হাওয়ার প্রভাবেই মেঘলা আকাশ। সাধারণত সরস্বতী পুজোর সময় বৃষ্টি হয়ে থাকে৷ এবছরও তেমনই পরিস্থিতি, জানাচ্ছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের পার্বত্য এলাকা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকছে। উপকূলের তিন জেলায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। জেলায় হালকা শীতের আমেজ আরও কয়েকদিন থাকতে চলেছে।
মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি ছাড়াল কলকাতায়। আগামী দু’দিন সকালে কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায়। জেলায় শীতের আমেজ থাকলেও কলকাতা শীত কার্যত উধাও।
আগামী ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী তিন দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সোম -মঙ্গল-বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পাহাড়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়াতে ।
advertisement
কলকাতায় সকালে হালকা কুয়াশা পরে মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ হলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি সেলসিয়াস বেশি৷ গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতা শহরে।
advertisement
আগামী দুদিন দিল্লি হরিয়ানা চণ্ডীগড়ে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। মাঝারি কুয়াশার সর্থকতা দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে কুয়াশার সর্তকতা রয়েছে ।গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা সম্ভাবনা। আগামী দুদিন কুয়াশা হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে যেমন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে।
advertisement
আগামী তিন দিন হালকা বৃষ্টির সম্ভাবনা আছে কি বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা। তুষারপাত হতে পারে উত্তরাখণ্ডে। মধ্যপ্রদেশ ছত্রিশগড় সহ ঝাড়খণ্ড, ওড়িশাতে সপ্তাহের মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার, জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2021 12:43 PM IST