Cyclone Remil alert: শনিবার রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বৃষ্টি বাড়বে রবিবার

Last Updated:

Cyclone Remil alert: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে। এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে।

শনিবার থেকেই নামছে বৃষ্টি
শনিবার থেকেই নামছে বৃষ্টি
কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দিনভর গরম এবং অস্বস্তি বাড়বে। রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সন্ধ্যার পর উপকূলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি রাতে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। রবিবার সকালের পর ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হবে। ঘূর্ণিঝড়ের নাম হবে রিমল। ওমানের দেওয়া এই আরবি শব্দের অর্থ হল বালি। এটি সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে। রবিবার মাঝরাতে ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর ফলে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার।
advertisement
advertisement
শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ এবং পরগনা জেলায়। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দু’-এক জায়গায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে।
advertisement
সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া হুগলী নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ বাড়াতে পারে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং নদীয়াতে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমানে হাওয়ার গতিবেগ হতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার।
advertisement
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
কলকাতায় বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মাঝরাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দিনভর ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবারও ভারী বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remil alert: শনিবার রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বৃষ্টি বাড়বে রবিবার
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement