চটি ফটফটিয়ে যাচ্ছিল ২ যুবক, BSF এসে বললেন, 'দাঁড়াও! এগুলো খোলো', এর পর যা হল অবিশ্বাস্য!
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
বিএসএফ দেখল চপ্পলের তলায় লুকানো এগুলো কী? করিমপুর থেকে কৃষ্ণনগরগামী বাসে পাচারের চেষ্টা চলছিল। দুই চোরাকারবারি ধরা পড়েছে। কী পাওয়া গেল?
নদিয়া: সমীর রুদ্র চপ্পলের তলায় লুকিয়ে কোটি টাকার সোনা পাচারের চেষ্টাকে ব্যর্থ করে দিল বিএসএফ। অভিনব এই কৌশল দিয়েও শেষ রক্ষা হলো না পাচারকারীদের। বিজয়মঠ বর্ডার আউটপোস্টের ১১ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের তৎপরতায় ধরা পড়ে গেল দুই চোরাকারবারি, উদ্ধার হলো প্রায় ১ কোটি টাকার সোনা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি বাসে করে পাচারের চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সকাল ১০টা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান এলাকায় ওঁত পেতে থাকেন। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে তল্লাশি চালালেও প্রথমে কিছুই মেলে না।
advertisement
advertisement

চপ্পলের তলায় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ
তবে তাঁদের নজরে পড়ে যায় ওই দুই যুবকের পায়ের চপ্পল। চপ্পলের তলা খুলতেই চমকে ওঠেন জওয়ানরা। ভিতরে লুকানো ছিল ৭টি সোনার বিস্কুট, যার ওজন প্রায় ১ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা এবং তাঁরা মূলত বাহক হিসাবে কাজ করত। জলঙ্গি এলাকা থেকে কোনও এক ব্যক্তি তাঁদের হাতে সোনা তুলে দেয়, যা কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে অন্য কারও কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।
এই ঘটনার পর বিএসএফ তরফে জানানো হয়েছে, সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং পাচারকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি আগের থেকেও কঠোর করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 8:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চটি ফটফটিয়ে যাচ্ছিল ২ যুবক, BSF এসে বললেন, 'দাঁড়াও! এগুলো খোলো', এর পর যা হল অবিশ্বাস্য!