WBCHSE Board Exams 2023: অ্যাডমিড কার্ড বাড়িতে ফেলে এসেছিল ছাত্রী, বিধায়কের তৎপরতায় স্কুলে দাঁড়িয়ে কার্ড পেল পড়ুয়া

Last Updated:

Higher Secondary Examination 2023: উচ্চমাধ্যমিক পর্ষদের নির্দেশিকা মতো পরীক্ষার্থীদের  অ্যাডমিট কার্ড পরিচয় পত্র দেখে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে|

কান্নায় ভেঙে পড়েছিল পড়ুয়া
কান্নায় ভেঙে পড়েছিল পড়ুয়া
হাওড়া: আজ শুরু হল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ সকাল থেকেই উত্তর হাওড়ার বিভিন্ন স্কুলের সামনে পরীক্ষার্থীদের পেন, জলের বোতল দিচ্ছিলেন বিধায়ক |  উত্তর হাওড়ার সরকারি রাজগোরিয়া স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী | একে একে বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিল | তখনই নজরে এল উত্তর হাওড়ার হনূমান বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলের গেটে দাঁড়িয়ে কান্নাকাটি করছে |
উচ্চমাধ্যমিক পর্ষদের নির্দেশিকা মতো পরীক্ষার্থীদের  অ্যাডমিট কার্ড পরিচয় পত্র দেখে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে| হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় এক ছাত্রী তাঁর এডমিট কার্ড খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে , উচ্চমাধ্যমিক হলেও এই বছরের উচ্চমাধ্যমিকে যে সব ছাত্রছাত্রী বসতে চলছে তাদের ক্ষেত্রে জীবনের এটাই হল প্রথম বড় পরীক্ষা | করোনার কারণে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বসতে হয়নি মাধ্যমিক পরীক্ষায় | ফলে বড় পরীক্ষার অভিজ্ঞতাও নেই এদের| ছাত্রী ঠিক করে মনেও করতে পারছিল না যে সে অ্যাডমিট কার্ড বাড়ি থেকে এনেছিল না ভুলে ফেলে এসেছিল |
advertisement
advertisement
ছাত্রীর কান্নার আওয়াজ শুনেই পৌঁছে যান বিধায়ক৷ ছাত্রীকে আস্বস্ত করতে থাকেন | পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পর্ষদের অধিকারীদের সঙ্গে কথা বলে ছাত্রীকে ভিতরে প্রবেশ করান বিধায়ক, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকলে ছাত্রীর জন্য বরাদ্দ বসার জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ তখন তিরিশ মিনিট বাকি ছিল পরীক্ষা শুরুর৷ ছাত্রীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলে বিধায়ক নিজেই ছুটে যান ছাত্রীর বাড়িতে৷ সেখান থেকে বাইকে করে অ্যাডমিট কার্ড এনে পরীক্ষা শুরু আগেই ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় কার্ড৷ নির্বিঘ্নেই পরীক্ষায় বসার সুযোগ  পায় ছাত্রীটি৷
advertisement
বিধায়ক গৌতম চৌধুরীর তৎপরতায় ও মানবিকতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় বাধা অতিক্রম করল ছাত্রীটি৷ বিধায়ক বলেন , মানবিকতা বা সাহায্য বলে কিছু বুঝি না, ছাত্রীটি সমস্যায় পড়েছিল, তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষ হিসাবে আমার কর্তব্য, আর আমি তাই করেছি | আমি নিজে যতদিন পরীক্ষা চলবে ততদিন বিভিন্ন স্কুলে স্কুলে ঘোরাঘুরি করব, যাতে আমাদের ছেলে মেয়েরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে৷  পরীক্ষা শুরু হাওয়ায় সেই ছাত্রীর সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাইনি৷ তবে ছাত্রীর পরিবারের তরফে বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে |
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WBCHSE Board Exams 2023: অ্যাডমিড কার্ড বাড়িতে ফেলে এসেছিল ছাত্রী, বিধায়কের তৎপরতায় স্কুলে দাঁড়িয়ে কার্ড পেল পড়ুয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement