WBCHSE Board Exams 2023: অ্যাডমিড কার্ড বাড়িতে ফেলে এসেছিল ছাত্রী, বিধায়কের তৎপরতায় স্কুলে দাঁড়িয়ে কার্ড পেল পড়ুয়া

Last Updated:

Higher Secondary Examination 2023: উচ্চমাধ্যমিক পর্ষদের নির্দেশিকা মতো পরীক্ষার্থীদের  অ্যাডমিট কার্ড পরিচয় পত্র দেখে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে|

কান্নায় ভেঙে পড়েছিল পড়ুয়া
কান্নায় ভেঙে পড়েছিল পড়ুয়া
হাওড়া: আজ শুরু হল ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ সকাল থেকেই উত্তর হাওড়ার বিভিন্ন স্কুলের সামনে পরীক্ষার্থীদের পেন, জলের বোতল দিচ্ছিলেন বিধায়ক |  উত্তর হাওড়ার সরকারি রাজগোরিয়া স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী | একে একে বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছিল | তখনই নজরে এল উত্তর হাওড়ার হনূমান বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী স্কুলের গেটে দাঁড়িয়ে কান্নাকাটি করছে |
উচ্চমাধ্যমিক পর্ষদের নির্দেশিকা মতো পরীক্ষার্থীদের  অ্যাডমিট কার্ড পরিচয় পত্র দেখে তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে| হঠাৎ করেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় এক ছাত্রী তাঁর এডমিট কার্ড খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে , উচ্চমাধ্যমিক হলেও এই বছরের উচ্চমাধ্যমিকে যে সব ছাত্রছাত্রী বসতে চলছে তাদের ক্ষেত্রে জীবনের এটাই হল প্রথম বড় পরীক্ষা | করোনার কারণে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বসতে হয়নি মাধ্যমিক পরীক্ষায় | ফলে বড় পরীক্ষার অভিজ্ঞতাও নেই এদের| ছাত্রী ঠিক করে মনেও করতে পারছিল না যে সে অ্যাডমিট কার্ড বাড়ি থেকে এনেছিল না ভুলে ফেলে এসেছিল |
advertisement
advertisement
ছাত্রীর কান্নার আওয়াজ শুনেই পৌঁছে যান বিধায়ক৷ ছাত্রীকে আস্বস্ত করতে থাকেন | পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পর্ষদের অধিকারীদের সঙ্গে কথা বলে ছাত্রীকে ভিতরে প্রবেশ করান বিধায়ক, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি থাকলে ছাত্রীর জন্য বরাদ্দ বসার জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ তখন তিরিশ মিনিট বাকি ছিল পরীক্ষা শুরুর৷ ছাত্রীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলে বিধায়ক নিজেই ছুটে যান ছাত্রীর বাড়িতে৷ সেখান থেকে বাইকে করে অ্যাডমিট কার্ড এনে পরীক্ষা শুরু আগেই ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় কার্ড৷ নির্বিঘ্নেই পরীক্ষায় বসার সুযোগ  পায় ছাত্রীটি৷
advertisement
বিধায়ক গৌতম চৌধুরীর তৎপরতায় ও মানবিকতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় বাধা অতিক্রম করল ছাত্রীটি৷ বিধায়ক বলেন , মানবিকতা বা সাহায্য বলে কিছু বুঝি না, ছাত্রীটি সমস্যায় পড়েছিল, তার পাশে দাঁড়ানো সাধারণ মানুষ হিসাবে আমার কর্তব্য, আর আমি তাই করেছি | আমি নিজে যতদিন পরীক্ষা চলবে ততদিন বিভিন্ন স্কুলে স্কুলে ঘোরাঘুরি করব, যাতে আমাদের ছেলে মেয়েরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে৷  পরীক্ষা শুরু হাওয়ায় সেই ছাত্রীর সঙ্গে আমরা কথা বলার সুযোগ পাইনি৷ তবে ছাত্রীর পরিবারের তরফে বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে |
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WBCHSE Board Exams 2023: অ্যাডমিড কার্ড বাড়িতে ফেলে এসেছিল ছাত্রী, বিধায়কের তৎপরতায় স্কুলে দাঁড়িয়ে কার্ড পেল পড়ুয়া
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement