Purulia News: রুক্ষ লাল মাটিতে হচ্ছে তরমুজ চাষ! বাড়ছে বিকল্প রোজগারের পথ

Last Updated:

Purulia News: তরমুজ চাষ করতে তিন মাস সময় লাগে। তাঁর জমিতে ফলন ভালই‌ হয়েছে। তবে সেচের ক্ষেত্রে আরও কিছুটা জল পেলে ফলনে আরও গতি আসত।

+
তরমুজ

তরমুজ চাষ পুরুলিয়া

পুরুলিয়া: এক ফসলি জমিতে পরিপূর্ণ রুক্ষ জেলা পুরুলিয়া। এই জেলায় বিকল্প চাষ খুব কম হতেই দেখা যায়। তবে বর্তমানে বহু কৃষক বিভিন্ন ধরনের চাষ করছেন। ‌যা তাক লাগিয়ে দিচ্ছে। বিকল্প তরমুজ চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন ষাটোর্ধ্ব এক কৃষক। কোটশিলার প্রত্যন্ত চয়াডি গ্রামের সর্বেশ্বর মাহাতো। কৃষি কাজের প্রতি তার বিরাট নেশা। ভোরের আলো ফুটতেই স্ত্রী নীলমণিকে নিয়ে তাঁর অস্থায়ী ঠিকানা হয়ে ওঠে তরমুজের খেত। মাথায় সূর্যের গনগনে রোদ কিংবা শুকনো গরমের পাথুরে হাওয়া কোনও কিছুই দমাতে পারেনি তাঁকে।
বয়সের ভারে সেই কৃষক কিছুটা কান্ত হয়েছেন ঠিকই। কিন্তু বয়স বিশেষ বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর কাছে। চলতি বছরে মোট আট বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। কৃষক সর্বেশ্বর মাহাতো বলেন, তরমুজ চাষ করতে তিন মাস সময় লাগে। তাঁর জমিতে ফলন ভালই‌ হয়েছে। তবে সেচের ক্ষেত্রে আরও কিছুটা জল পেলে ফলনে আরও গতি আসত। এলাকার কিছু কৃষক তাঁকে দেখে বিকল্প চাষের দিকে এগিয়ে আসছেন।
advertisement
কৃষকের এই বিকল্প চাষের উদ্যোগের প্রশংসা করেছেন ঝালদা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ। তিনি বলেন, “আমি নিজে গিয়ে তরমুজ চাষ দেখে এসেছি। এলাকার অনেকেই এখন এই চাষের প্রতি উৎসাহ দেখাচ্ছেন। তবে তারা কিছু কিছু সমস্যার কথা জানিয়েছেন। আমরা যথা শীঘ্রই সেই সমস্যা সমাধানের চেষ্টা করব।”
advertisement
এলাকার বাসিন্দা জুরেন কুমার বলেন, “বয়সের তোয়াক্কা না করে উনি এই বয়সেও কৃষিকার্যে যে ভাবে সময় দেন এবং যে ভাবে উনি তরমুজ চাষ করেছেন তা খুবই প্রশংসনীয়। রুক্ষ মাটিতে তরমুজ ফলিয়ে সকলকে চমকে দিয়েছেন পুরুলিয়ার এই কৃষক‌। তার এই চাষ অনেককেই বিকল্প রোজগারের রাস্তা দেখাচ্ছে।‌”
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: রুক্ষ লাল মাটিতে হচ্ছে তরমুজ চাষ! বাড়ছে বিকল্প রোজগারের পথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement