North 24 Parganas News: ফ্লাইওভারে গণ্ডগোল, একই জায়গায় বারবার ফাটছে জলের পাইপ

Last Updated:

বারাসাত, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুরের, বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ কিছুদিন ধরে চলছে চরম জল কষ্ট। নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য মিলছে না পর্যাপ্ত পরিমাণ জল।

+
ফ্লাইওভারের

ফ্লাইওভারের নিচে পাইপ ফেটে বিপত্তি

উত্তর ২৪ পরগনা: বারাসাত, মধ্যমগ্রাম ও নিউ ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে বেশ কিছুদিন ধরে চলছে চরম জলকষ্ট। নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য মিলছে না পর্যাপ্ত পরিমাণ জল। আর তার জন্য চরম বিপত্তিতে পড়েছে বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষ। আগেও একবার গঙ্গার পাইপ লাইনে সমস্যার জেরে এই এলাকায় বন্ধ হয়ে পড়েছিল জল পরিষেবা।
এবার আবারও ফের কল্যাণী এক্সপ্রেস‌ওয়ের উপর তৈরি ফ্লাইওভারের মুড়াগাছা এলাকায় ১৪ ফুট নিচে টিটাগরের দিক থেকে আসা, গঙ্গার বৃহৎ আকৃতির পাইপ লাইনে ক্ষতির জেরে জল পরিষেবা ব্যাহত হয়েছে। পাইপ লাইন ঠিক করার কাজে নেমেছে স্থানীয় প্রশাসন সহ ইঞ্জিনিয়াররা। জেসিপি দিয়ে পকেট করে জল নিষ্কাশনের কাজ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত দুই জায়গায়। পাইপলাইন ঠিক হলে তারপর আবার পরিষেবা চালু হবে বলে জানিয়েছে প্রশাসন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে জলের পাইপ লাইন সারানোর কাজ। দুটি দলে ভাগ হয়ে মুড়াগাছা ও সাবস্টেশনের কাছে কাজ চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ। বারংবার ওই এলাকায় গঙ্গার জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছে নাগরিক সমাজ। খুব শীঘ্রই এই জল পরিষেবা আবারও স্বাভাবিক হবে আশার বাণী শোনানো হয়েছে পুরসভার তরফে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ফ্লাইওভারে গণ্ডগোল, একই জায়গায় বারবার ফাটছে জলের পাইপ
Next Article
advertisement
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
  • সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে

  • সুন্দরবনে সাত পাকে দুই তরুণী !

  • রিয়া-রাখির প্রেমের নজির

VIEW MORE
advertisement
advertisement