গরমে জলকষ্টই বীরভূমের ভবিতব্য, রেলের বাধায় আটকে প্রকল্পের কাজ

Last Updated:

শহরজুড়ে বসেছে জলের নতুন পাইপলাইন। তৈরি হয়েছে পানীয় জলের রিজার্ভার।

#বীরভূম: শহরজুড়ে বসেছে জলের নতুন পাইপলাইন। তৈরি হয়েছে পানীয় জলের রিজার্ভার। পাম্প হাউজ তৈরির কাজও শেষ। শুধুমাত্র রেলের অনুমতির জন্য আটকে বীরভূমের দুবরাজপুরের জলপ্রকল্পের কাজ। দ্রুত কাজ শেষ না হলে এবছর গরমেও জলকষ্টে ভুগবেন পুরএলাকার মানুষ।
বীরভুমের দুবরাজপুর অঞ্চল। পুরএলাকার মোট ১৬টি ওয়ার্ডে জলের সমস্যা দীর্ঘদিনের। গরম পড়তেই যা আরও ভয়াবহ আকার নেয়।
জলের সমস্যা মেটাতে দুবরাজপুরে জলপ্রকল্প তৈরির প্রস্তাব দেয় সরকার। প্রকল্পের অধিকাংশ কাজই প্রায় শেষ। শহরজুড়ে জলের পাইপলাইন বসানো থেকে রিজার্ভার তৈরি, এমনকী পাম্প হাউজ তৈরির কাজও সম্পূর্ণ। এখন শুধু বাদ সাধছে রেল। দুবরাজপুরের রঞ্জনবাজারের রেলব্রিজের নীচে দিয়ে গেছে সাঁইথিয়া-অন্ডাল রেল লাইন। ১ এবং ২ নম্বর ওয়ার্ডে জল পৌঁছে দিতে, রেল লাইনের তলা দিয়ে বসাতে হবে পাইপ। যার জন্য প্রয়োজন রেলের অনুমতির।
advertisement
advertisement
গত ৬ মাসে বহু চেষ্টা করেও পাওয়া যায়নি রেলের অনুমতি। আসনসোলের ডিআরএমের সঙ্গেও একাধিকবার আলোচনা করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি।
পুরসভার তরফ থেকে এগিয়ে রযেছে কাজ। এখন রেলের অনুমতি মিললেই দু-তিন মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে দাবি পুর- প্রশাসনের।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরমে জলকষ্টই বীরভূমের ভবিতব্য, রেলের বাধায় আটকে প্রকল্পের কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement