রাস্তায় জল, বাধ্য হয়ে রেললাইনে নেমেছিলেন বৃদ্ধ! তখনই ধেয়ে এল ট্রেন, এক ধাক্কায় সব শেষ...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার অভিযোগ তুলে ইতিমধ্যেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন। মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উত্তর ২৪ পরগনা: চাঁপাপুকুর স্টেশনে যাওয়ার রাস্তায় জল, বাধ্য হয়ে রেলপথে—ট্রেনেই নিঃশেষ ৬৫ বছরের জীবন। মৃতের নাম এমাদুল গাজী। তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার উত্তর দিয়াড়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, চিকিৎসার উদ্দেশে কলকাতায় যাওয়ার জন্য সকালে তিনি চাঁপাপুকুর স্টেশনের দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু স্টেশনে যাওয়ার মূল রাস্তাটি কোমরসমান জলে ডুবে থাকায় বাধ্য হয়ে তিনি রেললাইনের পথ ধরে এগোন। ঠিক সেই সময়েই শিয়ালদহগামী হাসনাবাদ লোকাল চলে আসে।
রেললাইনের পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ট্রেন ও বোল্ডারের কারণে নিরাপদ জায়গায় সরতে না পেরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এমাদুলবাবুর। ট্রেনের ধাক্কায় তার দেহ ভয়াবহভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি, তারা দেহ উদ্ধার করে পাঠায় বারাসাত রেল মর্গে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনে যাওয়ার রাস্তাটি খারাপ অবস্থায় রয়েছে। বর্ষার জলে রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ যাত্রীরা বাধ্য হন রেলপথ ব্যবহার করতে, ফলে জীবনের ঝুঁকি বাড়ছে। সম্প্রতি প্রশাসন রাস্তার কাজ শুরু করলেও তা চলছে অত্যন্ত ধীর গতিতে। আর তারই মাশুল গুনতে হল এক প্রৌঢ়ের প্রাণ হারিয়ে।
advertisement
কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার অভিযোগ তুলে ইতিমধ্যেই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন। মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহুবার অভিযোগ জানিয়েও রাস্তার কোনও স্থায়ী সমাধান হয়নি বলেই দাবি এলাকাবাসীর। এটা শুধুমাত্র দুর্ঘটনা নয়, এটা প্রশাসনিক অবহেলার জেরে একটি প্রানহানির মর্মান্তিক ঘটনা — বলছেন প্রতিবাদে মুখর স্থানীয়রা। এখন দেখার, এই মৃত্যু প্রশাসনের টনক নাড়িয়ে দেয় কিনা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তায় জল, বাধ্য হয়ে রেললাইনে নেমেছিলেন বৃদ্ধ! তখনই ধেয়ে এল ট্রেন, এক ধাক্কায় সব শেষ...