Water Logging Problem: রাস্তায় হাঁটু সমান জল! প্রতিবাদে মহেশতলায় এ কী করল এলাকাবাসী

Last Updated:

Water Logging Problem: দক্ষিণ শহরতলি মহেশতলার এই এলাকার নিকাশী ব্যবস্থার একেবারে বেহাল দশা। এই বর্ষাকালে রাস্তা দিয়ে যাতায়াত করাই দুষ্কর

+
রাস্তা

রাস্তা বন্দধ করল গ্রামবাসীরা

দক্ষিণ ২৪ পরগনা: রাস্তায় জমে হাঁটু সমান জল। সেই জল ঠেঙিয়ে চলতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বর্ষা সেভাবে শুরু হয়নি, তারপরেও রাস্তায় এভাবে জল জমে থাকায় প্রবল দুশ্চিন্তায় ভুগছেন এলাকাবাসীরা। স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোন‌ও সুরাহা হয়নি। ফলে ক্ষোভে ফুঁসছে মহেশতলা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কোয়েল পাড়ার বাসিন্দারা।
দক্ষিণ শহরতলি মহেশতলার এই এলাকার নিকাশী ব্যবস্থার একেবারে বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। প্রায় কয়েক মাস ধরে এই জল যন্ত্রণায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয়রা। রাস্তার উপরে হাঁটু সমান নোংরা জল ঘেঁটে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। পাশাপাশি এই রাস্তা দিয়ে সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের জমা জল মাড়িয়ে স্কুলে যেতে হয়। এছাড়া রাস্তায় জল জমার কারণে বাইক ও সাইকেল থেকে পড়ে অনেকেই ইতিমধ্যে আহত হয়েছে। সেই বিপদ থেকে বাঁচতেঅনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোন‌ও লাভ হয়নি। তাই বাধ্য কয়েকবার রাস্তা অবরোধের করেছিলে তাঁরা। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। এবারেও বর্ষার বৃষ্টি শুরু হতেই জল জমতে শুরু করেছে। আবারও নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সকলের একটাই দাবি, দ্রুত এলাকার নিকাশি ব্যবস্থার হাল ফিরিয়ে জল জমার যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Logging Problem: রাস্তায় হাঁটু সমান জল! প্রতিবাদে মহেশতলায় এ কী করল এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement