East Burdwan News: পেট বড় বালাই, ছাড়িগঙ্গাকে কচুরিপানা মুক্ত করে পরিযায়ী পাখিদের অপেক্ষায় মাঝিরা
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পূর্বস্থলী ২ ব্লকের চুপি এলাকায় ছাড়ি গঙ্গায় তিন দশকের বেশি সময় ধরে উত্তর এশিয়া, ইউরোপ, ক্যাস্পিয়ান সাগর, সাইবেরিয়া, তিব্বত প্রভৃতি দেশ থেকে আসে পরিযায়ী পাখি। আর এইসব বিদেশি পাখিদের দেখতে চুপিতে পর্যটকদের ভিড় হয় প্রতিবছর।
পূর্ব বর্ধমান: শীতের হালকা আমেজ শুরু হতেই পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। কিছুদিন পরই পর্যটনের মরশুম শুরু হচ্ছে। ইতিমধ্যেই পর্যটকদের আসা যাওয়াও শুরু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। তবে যে জায়গা পর্যটকদের মূল আকর্ষন সেটা হল পূর্বস্থলীর চুপির পাখীরালয়। ওখানে ছাড়িগঙ্গায় পর্যটকরা ঘোরেন এবং ওই জায়গাতেই দেখা মেলে পরিযায়ী পাখির। কিন্তু বর্তমানে কচুরি পানায় ভরে গিয়েছে ছাড়িগঙ্গা। পর্যটকদের নিয়ে নৌকা চালাতে চরম সমস্যার মুখে পড়ছেন মাঝিরা। তাদের আশঙ্কা এবছর পরিযায়ী পাখী আসবে তো?
মাঝিরা নিজেদের উদ্যোগেই শুরু করেছেন কচুরি পানা সরানোর কাজ । আসলে পেট বড় বালাই। তাই পাখিরা থাকবে কোথায় তা নিয়ে ভাবতে হচ্ছে মাঝিদের। বাঁশ এবং দড়ি দিয়ে কচুরিপানা সরিয়ে সেটাকে আটকে রেখে নৌকা চলাচলের সুবিধার জন্য রাস্তা করছেন মাঝিরা নিজেই । এই বিষয়ে এক মাঝি বলেন, এবছর আমাদের ছাড়িগঙ্গার অবস্থা খুব একটা ভালো নয় । কেননা এখানে প্রচুর কচুরিপানা হয়ে গিয়েছে । যার জন্য পাখিদের বসতে অসুবিধা হবে, এমনকি আমাদের নৌকা নিয়ে যাতায়াত করতেও অসুবিধা হবে। আমরা নৌকো চালিয়ে পর্যটকদের পাখি দেখিয়ে রোজগার করি।
advertisement
আরও পড়ুন: বাতিল নারকেল মালা দিয়ে তৈরি হয় একতারা! এই ব্যবসা করে মালামাল হয়ে যান
পূর্বস্থলীর চুপি, কাষ্ঠশালী, রাজার চর প্রভৃতি এলাকা গুলিতে বিদেশি পাখিদের দেখতে প্রতি বছর শীতের মরশুমে দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমান ৷ প্রফেশনাল নামী চিত্রগ্রাহকরাও আসেন বিদেশি পাখির ছবি তুলতে। এখন ছাড়িগঙ্গার পাড় এলাকা জুড়ে প্রচুর রিসর্ট গড়ে উঠেছে পর্যটকদের জন্য। রাজ্য সরকার চুপির পাখিরালয়কে ঘিরে বড় পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে। আর এই কারণে ওই এলাকার বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থাও পাল্টাচ্ছে। কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ছাড়িগঙ্গা কচুরি পানায় ভরে উঠেছে।
advertisement
advertisement
পূর্বস্থলী ২ ব্লকের চুপি এলাকায় ছাড়ি গঙ্গায় তিন দশকের বেশি সময় ধরে উত্তর এশিয়া, ইউরোপ, ক্যাস্পিয়ান সাগর, সাইবেরিয়া, তিব্বত প্রভৃতি দেশ থেকে আসে পরিযায়ী পাখি। আর এইসব বিদেশি পাখিদের দেখতে চুপিতে পর্যটকদের ভিড় হয় প্রতিবছর। বিদেশি পাখিরা সাধারনত জলের শ্যাওলা খায়৷ কিন্তু এভাবে কচুরি পানায় জল ঢেকে থাকলে পাখিরা কি খাবে ! এই পরিস্থিতিতে এখন আশঙ্কায় রয়েছেন চুপির সকল মাঝিরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 5:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Burdwan News: পেট বড় বালাই, ছাড়িগঙ্গাকে কচুরিপানা মুক্ত করে পরিযায়ী পাখিদের অপেক্ষায় মাঝিরা