East Bardhaman News: জলে পা ডুবিয়ে ক্লাস! বর্ষায় এ কী অবস্থা স্কুলের? ১০ বছর ধরে একই দুর্দশা

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার এই সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখলে রীতিমত চমকে যাবেন ।

+
জলমগ্ন

জলমগ্ন বিদ্যালয় 

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার এই সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখলে রীতিমত চমকে যাবেন সকলেই। সরকারি বিদ্যালয়ের এই অবস্থা দেখে সত্যিই অবাক লাগবে। পূর্ব বর্ধমানের এই বিদ্যালয়ে পড়ুয়াদের ক্লাস করতে হচ্ছে জলমগ্ন পরিস্থিতিতে। শুধু তাই নয় একই অবস্থাতেই ক্লাসও নিচ্ছেন শিক্ষকরা। ক্লাসরুমের মধ্যেই জমে রয়েছে জল। সেই জমা জলের মধ্যে পা ডুবিয়ে বেঞ্চে বসে ক্লাস করতে হচ্ছে ছোট ছোট পড়ুয়াদের।
শিক্ষকরাও প্যান্ট গুটিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে শিক্ষাদান করছেন পড়ুয়াদের। এই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের গীধগ্ৰাম পঞ্চায়েতের, কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের শিক্ষক রতন মল্লিক বলেন, আট বছর এই বিদ্যালয়ে রয়েছি, প্রায় প্রত্যেক বছর একই সমস্যা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে কিন্তু এখনও সুরাহা হয়নি। সকলেরই প্রচন্ড অসুবিধা হয়, খুব কষ্ট হয়।
advertisement
advertisement
বিদ্যালয়ের শিক্ষক এবং গ্রামবাসীদের কথায়, এই ছবি আজকের নতুন নয়। বিগত আট থেকে দশ বছর ধরে একই পরিস্থিতি হয়ে রয়েছে এই বিদ্যালয়ের। অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পরে গোটা বিদ্যালয়। ক্লাসরুমের মধ্যেও ব্যাপক ভাবে জল জমে যায়। জল জমে গেলে ওই জলমগ্ন পরিস্থিতিতেই চলে পঠন পাঠন। ছোট ছোট পড়ুয়াদেরও এই জমা জলের কারণে সমস্যায় পড়তে হয়। তবে সমস্যা হলেও কিছুই করার নেই!
advertisement
এখনও অবধি সুরাহা না মেলার কারণে জলে পা ডুবিয়ে রেখেই ক্লাস করতে হয় পড়ুয়াদের। এই বিষয়ে কাটোয়া ১ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জী জানান, জল জমে থাকার জন্যে স্কুলের ছাত্র ছাত্রীদের সমস্যা হয়। প্রশাসনকে জানান হয়েছে এই বিষয়ে। নতুন বিল্ডিং হলে সকলেরই সুবিধা হবে।
advertisement
প্রশাসনকে জানানোর পরেও এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। প্রত্যেক বছরই এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয় শিক্ষক থেকে পড়ুয়া সকলকেই। একাধিকবার মিলেছে আশ্বাস তবে এখনও কাজের কাজ কিছুই হয়নি। অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে পড়ুয়াদের কথা ভেবে বিগত আট থেকে দশ বছরে কেনও এই সমস্যার সমাধান করা হল না? তবে এখন দেখার বিষয় কবে এই সমস্যার সমাধান হয়।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: জলে পা ডুবিয়ে ক্লাস! বর্ষায় এ কী অবস্থা স্কুলের? ১০ বছর ধরে একই দুর্দশা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement