Jaggery Making Video: শরীর ঠিক রাখতে চিনির বদলে আখের গুড় ব্যবহার করেন? কীভাবে তৈরি হয় সেই ভিডিও দেখুন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
গরম পড়তেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সকাল থেকে বিকেল শুরু হয়েছে মাটির উনুনে জ্বাল দিয়ে এই গুড় তৈরি করার কাজ
মুর্শিদাবাদ: মাটির উনুনে বড় ড্রামে আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরি হচ্ছে। যারা শহর বা শহরতলিতে থাকেন এমন দৃশ্যের সঙ্গে তাঁদের সচরাচর পরিচয় ঘটে না। এমনকি গ্রামের বর্তমান প্রজন্মের অনেকেরই গুড় তৈরির এই দৃশ্যের সঙ্গে পরিচয় নেই। ফলে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সকলের জন্যই স্পেশাল।
গরম পড়তেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সকাল থেকে বিকেল শুরু হয়েছে মাটির উনুনে জ্বাল দিয়ে এই গুড় তৈরি করার কাজ। জমি থেকে পরিপুষ্ট আখ কেটে পরিষ্কার করার পর মেশিনে চেপে বের করা হয় রস। মাটির উনুনের উপর বড় ড্রামে চাপিয়ে তাতে ঢেলে দেওয়া হয় সেই রস। এরপর দীর্ঘ সময় ধরে জ্বাল দিয়ে সেই রস থেকে তৈরি করা হয় গুড়। এই গুড় প্রস্তুত করার সময় মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিপাশে।
advertisement
advertisement
কান্দির রসোড়াতে আখের রসের গুড় তৈরির এমনই দৃশ্য আমরা ক্যামেরাবন্দি করেছি। সেখানে সকাল-বিকেল গুড় তৈরি করেন কারিগররা। মাটির হাঁড়িতে করে সে গুড় কিনে নিয়ে যান ক্রেতারা। কান্দি রসোড়া ছাড়াও খড়গ্রাম সহ আরও বেশ কয়েকটি জায়গায় আখের রস থেকে গুড় তৈরির কাজ করেন চাষিরা। বংশ পরম্পরায় রসোড়াতে আখের রসের গুড় তৈরি করে আসছেন কারিগররা। এই কাজে প্রায় দু লক্ষ টাকা বিনিয়োগ করলে বছর শেষে সাড়ে তিন লক্ষ টাকার মতো হাতে আসে বলে জানিয়েছেন কারিগর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বড় একটি ড্রামে ৪০ কেজি আখের রস জ্বাল দিলে সেখান থেকে ১৫ কেজি গুড় পাওয়া যায়। বর্তমানে এই আখের গুড়ের চাহিদা তুঙ্গে। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে। তাই অনেকেই বাড়িতে চিনির বদলে আখের গুড় ব্যবহার করতে শুরু করেছেন। বর্তমানে এক কেজি আখের গুড়ের দাম ১০০ টাকা।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2024 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaggery Making Video: শরীর ঠিক রাখতে চিনির বদলে আখের গুড় ব্যবহার করেন? কীভাবে তৈরি হয় সেই ভিডিও দেখুন