Tourist Spot: এ যেন 'মিনি গনগনি'! নতুন ট্যুরিস্ট স্পটের খোঁজ

Last Updated:

এই এলাকার উন্নতি হলে উপকৃত হবেন এলাকার ছোট ব্যবসায়ীরাও। তাই তাঁদের আবেদন, 'মিনি গনগনি' সাজিয়ে তোলা হোক

+
মিনি

মিনি গনগনি।

পশ্চিম বর্ধমান: মেদিনীপুর জেলার গনগনি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হওয়া এক নব্য টুরিস্ট স্পট। যেখানে ধীরে ধীরে বেড়েছে উৎসাহী পর্যটকদের ভিড়। বর্তমানে রাজ্যের অন্যতম পরিচিত পিকনিক স্পট এই জায়গাটি। এখানের নদীখাতের বিশেষ সৌন্দর্য বারবার কাছে টানে পর্যটকদের। তবে আপনার হাতের কাছেও রয়েছে এমন একটি জায়গা। যাকে অনেকেই মিনি গনগনি বলে ডাকছেন।
যদিও এখানে কোনও নদী খাত নেই। সেচ খালের উপর তৈরি হয়েছে নদী খাতের মত বিশেষ ধরণ। লাল মাটির উপর সেচ খালের এই খাত যেন গনগনির অপর রূপ হয়ে উঠেছে। যে কারণে এই জায়গাটিও পর্যটকদের মনে ধরেছে। অনেকেই এই জায়গাটিকে ভালোবেসে ‘মিনি গনগনি’ বলে ডাকছেন। পর্যটকরাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন।
advertisement
advertisement
সেচ খালের উপর তৈরি হওয়া এই জায়গাটি আদতে রাজ্য সেচ দফতরের অধীনে। সেখানে আপাতত সংস্কারের কাজ চলছে। এই জায়গায় আগে বেশ কিছু গাছ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে সংস্কারের কারণে গাছের সংখ্যা কিছুটা কমেছে। তবে পর্যটনের সম্ভাবনা দেখে স্থানীয়রা প্রশাসনের কাছে আবেদন করছেন, এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়ে তোলার। সে ক্ষেত্রে আগামী দিনে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। তাতে এলাকার অর্থনৈতিক উন্নতি হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় মানুষজন বলছেন, এখান থেকে অল্প দূরত্বে রয়েছে ভারতী মাচানের মত জনপ্রিয় পিকনিক স্পট। তাছাড়াও এই জায়গায় খুব সহজেই পৌঁছনো যায়।ফলে প্রশাসন যদি উদ্যোগ নিয়ে এই জায়গায় ছোট একটি পার্ক গড়ে তোলে বা এই এলাকার সৌন্দর্যায়ন করে, তাহলে পর্যটকদের জন্য তা বড় উপহার হয়ে উঠবে। পাশাপাশি এই এলাকার উন্নতি হলে উপকৃত হবেন এলাকার ছোট ব্যবসায়ীরাও। তাই তাঁদের আবেদন, ‘মিনি গনগনি’ সাজিয়ে তোলা হোক।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourist Spot: এ যেন 'মিনি গনগনি'! নতুন ট্যুরিস্ট স্পটের খোঁজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement