Flower Festival: চিনের জাতীয় ফুল দেখতে চান? কোলাঘাটে দেখতে পাবেন ১৭ টি দেশের জাতীয় ফুল!

Last Updated:

Flower Festival: ১৭টি দেশের জাতীয় ফুল শুধু দেখা নয়, কেনাও যাবে! কোলাঘাটে ছুটছেন ফুল-প্রেমীরা! জানুন

+
নানা

নানা ধরনের জাতীয় ফুল

কোলাঘাট: ফুল ভালবাসে না সারাবিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। বাড়িতে শখের ফুলের বাগান হোক ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যায় না। নানা ধরনের ফুল নিয়ে চর্চা করতে ভালবাসেন বহু মানুষজন। দেশীয় চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়ার পাশাপাশি একসঙ্গে বিভিন্ন দেশের জাতীয় ফুল সাধারণ মানুষের মন ভরিয়ে তুলছে। পর্তুগাল, সেন্ট হেলেনা ও দক্ষিণ আফ্রিকা সহ নানান দেশের জাতীয় ফুল দেখতে পাবেন এক জায়গায়। রূপনারায়ণ নদের তীরবর্তী কোলাঘাট শহরেই এবার একসঙ্গে ১৭ টি দেশের জাতীয় ফুলের রকমারি ফুলের বাহার ফুলপ্রেমীদের মনের তৃষ্ণা মিটিয়ে দেবে।
কোলাঘাট মানেই যেন ফুলের হাট। কোলাঘাট নামের সঙ্গে ফুল যেন সমার্থক শব্দ। কারণ কোলাঘাটের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষের পাশাপাশি কোলাঘাটে রয়েছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার। এবার সেই কোলাঘাটেই নতুন বছরকে স্বাগত জানাতে রূপনারায়ণের পাড়ে বসেছে দেশ বিদেশের নানান রকমারি ফুল নিয়ে ফুলের মেলা। প্রায় এক হাজারেরও বেশি ফুলের টবে পাপড়ি মেলেছে ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ, ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা।
advertisement
advertisement
ফুলের টব ছাড়াও প্রায় ১৭ টি দেশের জনপ্রিয় ও জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হচ্ছে। কোলাঘাটে এই ফুলের মেলা উদ্বোধন করেন ফুল বিশেষজ্ঞ গোষ্ট বিহারি বেরা। দশজন প্রবীন ফুলচাষিকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠিত হয় ফুলচাষ নিয়ে এবং সখের ফুল পরিচর্চা নিয়ে আলোচনা সভা। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ দাস জানান, ‘ফুল চাষিদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতেই ন’য় বছর আগে এই ফুলের মেলার সূচনা হয়েছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরিহচ্ছে।শীতের বাহারি ফুল দেখতে বহু প্রকৃতিপ্রেমী ভিড় করছেন। এই ফুলের মেলা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।’
advertisement
রূপনারায়ণ নদের তীরে এই ফুল মেলায় হাজার হাজার ফুলের সমাহার হলেও, এবারে নজর কাড়ছে, তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ, ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চিনের জাতীয় ফুল পিওনি, দক্ষিণ আফ্রিকার বার্ড অব প্যারাডাইস। এছাড়াও রয়েছে সেন্ট হেলেনা পর্তুগাল ও আমেরিকা এবং কানাডা মিলিয়ে মোট সতেরোটি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুল। দিল্লি ও হায়দারাবাদ থেকে সংগৃহীত করা হয়েছে এই বিরল ফুলগুলি। বর্ষবরণের সঙ্গে সঙ্গে কোলাঘাটে বাড়তি পাওনা এই ১৭ টি দেশের জাতীয় ফুল।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flower Festival: চিনের জাতীয় ফুল দেখতে চান? কোলাঘাটে দেখতে পাবেন ১৭ টি দেশের জাতীয় ফুল!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement