Voter ID Card Correction: হাতে একমাস সময়, ভোটার কার্ডের যা যা ঠিক করার সহজেই করে নিন এই জায়গায়
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
কি কি নিয়মে হচ্ছে ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধন জানেন, জেনে নিন বিস্তারে!
পুরুলিয়া : ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। এই সংশোধন কর্মসূচি চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। টানা একমাস ব্যাপী এই কাজ সম্পন্ন হবে। জেলা পুরুলিয়াতেও শুরু হয়েছে এই কাজ। অনলাইনের মাধ্যমেও এই কাজ করা সম্ভব। ইতিমধ্যেই সরকারিভাবে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জনগণকে জানানো হয়েছে। এ বিষয়ে বলরামপুর বিডিও বৃহস্পতিবার সরকারিভাবে একটি বৈঠক করেন। এলাকার মানুষদের সুবিধার জন্য তিনি ভোটার তালিকা সংশোধনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এ বিষয়ে বলরামপুর ব্লকের বিডিও সৌগত চৌধুরী বলেন, ভোটার তালিকা সংশোধন ২০২৫-এর কাজ শুরু হয়ে গিয়েছে। তিন ধরনের ফর্ম রয়েছে এই সংশোধন প্রক্রিয়ার মধ্যে। প্রথমে রয়েছে ফর্ম সিক্স। এর আয়তায় যারা ১৮ বছর বয়সে ভোটার রয়েছে তারা নতুন করে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। তারপর রয়েছে ফর্ম সেভেন। যারা মৃত ব্যক্তি বা যারা অন্যত্র চলে গিয়েছেন তবুও ভোটার তালিকায় তাদের নাম রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মোটা অঙ্কের বেতন, দারুণ কাজের সুযোগ পুরুলিয়ায়, ১৯ নভেম্বরের মধ্যে আবেদন করুন, রইল বিস্তারিত
advertisement
এরপর রয়েছে ফর্ম এইট। যাদের ভোটার কার্ড হারিয়ে গিয়েছে বা যাদের নাম সংশোধন করার বিষয় রয়েছে অথবা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার কার্ড স্থানান্তরিত করতে চাইছেন তারা ফর্ম এইটের মাধ্যমে সেই কাজ করতে পারবেন। এই সমস্ত ফর্ম বিএলওদের মাধ্যমে সমস্ত বুথে দিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত সরাসরি গিয়ে এই কাজ করতে পারবেন জেলাবাসীরা।
advertisement
এছাড়াও অনলাইনের মাধ্যমেও ভোটার তালিকায় সংশোধন কর্মসূচি সম্ভব। নাগরিকত্ব সকলের অধিকার। তার অন্যতম অংশ ভোট দান। তাই এই ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে উপকৃত হবেন ভোটাররা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 13, 2024 7:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Voter ID Card Correction: হাতে একমাস সময়, ভোটার কার্ডের যা যা ঠিক করার সহজেই করে নিন এই জায়গায়






