Vote: পুজো দিয়ে প্রচারে, তৃণমূল প্রার্থীকে দেখে অবাক সকলে! কী এমন করলেন তিনি?
- Reported by:BONOARILAL CHOWDHURY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Vote: বৃষ্টি উপেক্ষা করে ভোট প্রচারে প্রার্থী, ছাতা মাথায় নিয়েই হল জনসংযোগ।
পূর্ব বর্ধমান: স্থানীয় মন্দিরে পুজো দিয়ে, বৃষ্টির মধ্যেই প্রচারে নামলেন ডঃ শর্মিলা সরকার। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে একটানা বৃষ্টি। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে নামলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডঃ শর্মিলা সরকার। বৃষ্টি মাথায় নিয়েই, রাজ্যের মন্ত্রী, এলাকার বিধায়ক ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে করে জনসংযোগ করতে দেখা যায় তাকে।বুধবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যান ডঃ শর্মিলা সরকার। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বার্তা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছিয়ে বিভিন্ন বার্তা প্রদান করে জনসংযোগ শুরু করেন তিনি।
নির্বাচনী প্রচার শুরুর আগে পুজো দেন এলাকার বুড়ো মায়ের মন্দিরে। এরপর ছাতা মাথায় প্রচারে নামেন তিনি। এই প্রসঙ্গে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডঃ শর্মিলা সরকার বলেন, “প্রত্যেকদিন সকালে ঠাকুরের কাছে পুজো দিয়েই প্রচার শুরু করছেন। তিনি সকালবেলা যখন বাড়ি থেকে বের হন তখন ঠাকুরকে প্রণাম করেই বেরোন এবং প্রচারের ক্ষেত্রেও তিনি সেই একই কাজ করছেন। তিনি বলেন তার অন্য এক ধর্ম হল কাজ। তাই তিনি সকাল বেলা ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েন কাজের জন্য।”
advertisement
দিন কয়েক আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। যদিও, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ময়দানে নেমেছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগে হাত লাগিয়েছেন তারা। সেরকমই বুধবার সেই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে।
advertisement
আরও পড়ুন: বলুন তো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অধিকাংশ মানুষই কিন্তু ভুল জানেন, আপনি জানেন?
advertisement
বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডঃ শর্মিলা সরকার আরও বলেন, “বিভিন্ন প্রকল্প মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি। তিনি যেহেতু স্বাস্থ্য থেকে এসেছেন, সে কারণে স্বাস্থ্য এবং শিক্ষার উপর তিনি সমান ভাবে গুরুত্ব দিতে চাইছেন বলে জানান। তিনি বলেন তিনি প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চান। সাধারণ মানুষের কাছেও তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।”
advertisement
বুড়োমা মন্দিরে পুজো দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই, ছাতা মাথায় জনসংযোগে বেরিয়ে পড়েন ড: শর্মিলা সরকার। তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন বহু মহিলা।উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
advertisement
—– বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2024 2:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vote: পুজো দিয়ে প্রচারে, তৃণমূল প্রার্থীকে দেখে অবাক সকলে! কী এমন করলেন তিনি?









