Bhairab Ganguly College: মাথায় মদের গ্লাস নিয়ে মহিলার সঙ্গে উদ্দাম নাচ! তৃণমূল ছাত্র নেতার ভাইরাল ভিডিও-তে চরমে রাজনৈতিক বিতর্ক

Last Updated:

মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতার বেলি ড্যান্সের দৃশ্য ভাইরাল হয়েছে আর সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

কলেজ ফেস্টে উদ্দাম নাচ তৃণমূল ছাত্র নেতার।
কলেজ ফেস্টে উদ্দাম নাচ তৃণমূল ছাত্র নেতার।
সুবীর দে, বেলঘরিয়া: কলেজের এক অনুষ্ঠান আর সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতার বেলি ড্যান্সের দৃশ্য ভাইরাল হয়েছে আর সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
মাথায় মদের গ্লাস আর পাশে স্বল্প বস্ত্র পরিহিতা এক মহিলা, তাঁর সঙ্গেই চটুল হিন্দি গানে নাচে মত্ত কামারহাটির ছাত্র নেতা তথা তৃণমূলকর্মী রানা বিশ্বাস। এই ছবি দেখে প্রথমে অনেকেই চমকে যেতে পারেন! ভাবতেই পারেন এটা কোনও কোন বার বা হোটেলের পার্টির কোনও দৃশ্য। কিন্ত এটা আদতে ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য।
advertisement
এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, “এইরকম একটু নাচ-গান হয়েই। নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। আর এতেই আপত্তি জানিয়েছে বিরোধীরা।”
advertisement
ছাত্রনেতার এমন কুকীর্তির ছবি সামনে আসতেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তৃণমূল রাজ্যের কলেজ গুলো কে বার বানিয়ে দিয়েছে। দিদিমণির অনুপ্রেরণায় কলেজগুলোতে কালচার নষ্ট হয়ে যাচ্ছে।তাই কোন কলেজে মনোজিত,কোন কলেজে রানা বিশ্বাস আবার আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষেদের বাড়-বাড়ন্ত হয়ে গেছে। তাই রানা বিশ্বাসরা মাথায় মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টে বেলি ড্যান্স করছে। শিক্ষাঙ্গন অধঃপতনে যাচ্ছে।”
advertisement
অন্যদিকে, এই বিষয়ে রানা বিশ্বাসকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,”ওটা মদের গ্লাস সেটা কে বলল? জামাল কুদু নাচে যদি আমি অপরাধ করে থাকি তাহলে ববি দেওয়াল ও অপরাধ করেছে।।তার আগে জেল হওয়া উচিত।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhairab Ganguly College: মাথায় মদের গ্লাস নিয়ে মহিলার সঙ্গে উদ্দাম নাচ! তৃণমূল ছাত্র নেতার ভাইরাল ভিডিও-তে চরমে রাজনৈতিক বিতর্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement