Bhairab Ganguly College: মাথায় মদের গ্লাস নিয়ে মহিলার সঙ্গে উদ্দাম নাচ! তৃণমূল ছাত্র নেতার ভাইরাল ভিডিও-তে চরমে রাজনৈতিক বিতর্ক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতার বেলি ড্যান্সের দৃশ্য ভাইরাল হয়েছে আর সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
সুবীর দে, বেলঘরিয়া: কলেজের এক অনুষ্ঠান আর সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে তৃণমূল ছাত্র নেতার বেলি ড্যান্সের দৃশ্য ভাইরাল হয়েছে আর সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। একই সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
মাথায় মদের গ্লাস আর পাশে স্বল্প বস্ত্র পরিহিতা এক মহিলা, তাঁর সঙ্গেই চটুল হিন্দি গানে নাচে মত্ত কামারহাটির ছাত্র নেতা তথা তৃণমূলকর্মী রানা বিশ্বাস। এই ছবি দেখে প্রথমে অনেকেই চমকে যেতে পারেন! ভাবতেই পারেন এটা কোনও কোন বার বা হোটেলের পার্টির কোনও দৃশ্য। কিন্ত এটা আদতে ভৈরব গাঙ্গুলি কলেজের ‘ফেস্ট’-এর দৃশ্য।
advertisement
এই প্রসঙ্গে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানান, “এইরকম একটু নাচ-গান হয়েই। নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। আর এতেই আপত্তি জানিয়েছে বিরোধীরা।”
advertisement
ছাত্রনেতার এমন কুকীর্তির ছবি সামনে আসতেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, “তৃণমূল রাজ্যের কলেজ গুলো কে বার বানিয়ে দিয়েছে। দিদিমণির অনুপ্রেরণায় কলেজগুলোতে কালচার নষ্ট হয়ে যাচ্ছে।তাই কোন কলেজে মনোজিত,কোন কলেজে রানা বিশ্বাস আবার আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষেদের বাড়-বাড়ন্ত হয়ে গেছে। তাই রানা বিশ্বাসরা মাথায় মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টে বেলি ড্যান্স করছে। শিক্ষাঙ্গন অধঃপতনে যাচ্ছে।”
advertisement
আরও পড়ুন: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কঠোর পদক্ষেপ, স্টেশন চত্বর, কোচ নোংরা করলেই এবার কড়া ব্যবস্থা
অন্যদিকে, এই বিষয়ে রানা বিশ্বাসকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,”ওটা মদের গ্লাস সেটা কে বলল? জামাল কুদু নাচে যদি আমি অপরাধ করে থাকি তাহলে ববি দেওয়াল ও অপরাধ করেছে।।তার আগে জেল হওয়া উচিত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 12:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhairab Ganguly College: মাথায় মদের গ্লাস নিয়ে মহিলার সঙ্গে উদ্দাম নাচ! তৃণমূল ছাত্র নেতার ভাইরাল ভিডিও-তে চরমে রাজনৈতিক বিতর্ক