Jhargram News: ট্রাক আটকে তোলাবাজি! তারপরেই মাঠে ফুটবল প্র‍্যাকটিস, রামলালের কাণ্ড ভাইরাল

Last Updated:

জিতুশোল মাঠে ফুটবল খেলছিল ছেলেরা। তাদের দেখে মাঠে আসে সে। এসেই শুঁড়ে তুলে নেয় বলটি। পা দিয়ে তা মারার চেষ্টা করে। খেলা করে ফের দুলকি চালে রওনা দেয় গ্রামের দিকে। 

+
ট্রাক

ট্রাক আটকে তোলাবাজি! তারপরেই মাঠে ফুটবল প্র‍্যাকটিস, রামলালের কাণ্ড ভাইরাল

ঝাড়গ্রাম: জঙ্গলমহলে ফের ভাইরাল রামলালের কাণ্ড! এবার জঙ্গল থেকে বেরিয়ে সরাসরি জিতুশোলের ফুটবল মাঠে দাদাগিরি দেখাল রামলাল। ঘণ্টাখানেক পাড়ার ছেলেদের সঙ্গে মাঠে ফুটবল প্র্যাকটিস রামলালের। জিতুশোলে ফুটবল মাঠে ফুটবল খেলছিল কয়েকজন যুবক, তাদের দেখে মাঠে এসে পড়ল রামলাল। মাঠে হাতিকে দেখে দৌড়ে পালায় ছেলেরা। সে সুযোগে, দিব্যি খেলল ফুটবল, মাঠে পড়ে থাকা বলকে কখনও শুড়ে, আবার কখনও পা দিয়ে মারল লাথি। কয়েকজন যুবক রামলালের ফুটবল খেলার দৃশ্যটি মোবাইল বন্দি করেন।
সম্প্রতি রামলালের এই ফুটবল খেলার ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। রামলালের কাণ্ড তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন জঙ্গলমহলের বাসিন্দারা। কারণ সে অতি ভদ্র ও শান্ত স্বভাবের। ঝাড়গ্রামের জিতুশোল ও গড় শালবনি এলাকায় মাঝে মাঝেই রাজ্য সড়কের উপরে উঠে চলন্ত গাড়ি থামিয়ে খাবারের সন্ধান চালায় রামলাল।
advertisement
advertisement
এদিনও সকাল বেলায় প্রায় ঘণ্টা খানেক রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে সে। এলাকার আম ও কাজুর গন্ধ তাকে আকৃষ্ট করেছিল। তাই এলাকায় আস্তানা গেড়েছিল রামলাল। মাঝে মাঝেই কাঁঠালের লোভে গৃহস্থের বাড়িতে দিত হানা। নিয়ে পালাত গাছের ফল। এছাড়া, জিতুশোলে থাকা রাইস মিলে হানা দিয়ে মাঝে মধ্যে চাল, ধান খেয়ে ফেলত রামলাল।
advertisement
আবার চালের গন্ধে গভীর রাতে বিদ্যালয়ের গেটেও দিত ধাক্কা। আবার কখনও খাবারের সন্ধানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তৈরি করত যানজট। তবে রামলাল ঝাড়গ্রামে বেশ জনপ্রিয়। আর পাঁচটা বুনো হাতির থেকে রামলালের স্বভাব আলাদা হওয়ায় সবাই তাকে এক নামেই চেনেন। তাই তাকে কেউ বিরক্ত করে না। মাঠে ফুটবল খেলছিল ছেলেরা রামলাল মাঠে ঢুকতেই সবাই সরে দাঁড়ায়। মাঠে পড়েছিল ফুটবলটি।
advertisement
রামলাল মাঠে এসেই শুঁড়ে বলটি তুলে নেয়। পা দিয়ে তা মারার চেষ্টা করে। কখনও সামনের পা দিয়ে আবার কখনও পিছনের পা দিয়ে তা নিয়ে খেলা করে ফের দুলকি চালে রওনা দেয় গ্রামের দিকে। তারপর লোধাশুলি ঝাড়গ্রাম রাজ্য সড়কে কিছুক্ষণ দাঁড়িয়ে খাবারের সন্ধান করার পর ফিরে যায় জঙ্গলে। বিকেলে এই দৃশ্য দেখে অবাক গ্রামবাসীরা।
advertisement
তন্ময় নন্দী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ট্রাক আটকে তোলাবাজি! তারপরেই মাঠে ফুটবল প্র‍্যাকটিস, রামলালের কাণ্ড ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement