Viral Video: তপ্ত দুপুরে কয়েক ঘণ্টা ধরে শিলাবৃষ্টি! শিলা নাকি বাতাসা? কী হচ্ছে এখানে! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: ধেয়ে আসছে ছোট বড় নানান সাইজের শিলা। তবে মহানন্দে সাধারণ মানুষেরা তা কুড়িয়েও নিচ্ছেন। কেউ আবার তা আঁচলে কুড়িয়েও রাখছেন। কয়েক ঘণ্টা ধরে যেন চলল শিলাবৃষ্টি। একের পর সাদা গোল গোল খণ্ড ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে।

+
চলছে

চলছে বাতাসা হরিলুঠ 

পশ্চিম মেদিনীপুর: গরমের তপ্ত দুপুরে হাজার হাজার মানুষের সমাবেশ। তাদের দিকে ধেয়ে আসছে ছোট বড় নানান সাইজের শিলা। তবে মহানন্দে সাধারণ মানুষেরা তা কুড়িয়েও নিচ্ছেন। কেউ আবার তা আঁচলে কুড়িয়েও রাখছেন। কয়েক ঘণ্টা ধরে যেন চলল শিলাবৃষ্টি। একের পর সাদা গোল গোল খণ্ড ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে। কেউ মাটি থেকে কুড়োচ্ছে আবার কেউ বসে বসে আঁচল পেতে সংগ্রহ করছেন। তবে এই শিলাবৃষ্টি বাতাসা হরিলুঠের। একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় শ কুইন্টাল বাতাসা হরিলুঠ হল নারায়ণগড় ব্লকের একটি গ্রামে।
বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন এই ধর্মীয় উৎসবে। প্রতি দুই বছর অন্তর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ের নন্দকিশোরপুর এলাকায় বিশেষ এক ধর্মীয় উৎসব আয়োজিত হয়। তিন দিনব্যাপী এই উৎসবের শেষ দিনে থাকে বাতাসা হরিলুঠের আয়োজন। এদিন প্রায় ১০০ কুইন্টাল বাতাসা হরিলুঠ করা হয়। এছাড়াও প্রসাদ হিসেবে দেওয়া হয় বড় বড় প্রমাণ সাইজের বাতাসা। এবারে একটি বাতাসা সর্বোচ্চ ওজন প্রায় ৩৭ কেজি।
advertisement
advertisement
জানা গিয়েছে, নন্দকিশোরপুর এলাকায় ঠাকুর মনোহর দাস গোস্বামীর মন্দিরের সামনে এই আয়োজন করা হয়। প্রতি দুই বছর অন্তর ঠাকুর শ্রী শ্রী মনোহর দাস গোস্বামীর স্মৃতিতে এখানে চৌদ্দমাদল উৎসব অনুষ্ঠিত হয়। এবারেও ছিল সেই উৎসব। বৃহস্পতিবার ছিল এবারের চৌদ্দমাদল উৎসবের শেষ দিন। এদিন প্রথা অনুসারে ঠাকুর মনোহর দাস গোস্বামীর বেদীতে বাতাসা ও পাকা কলা নিবেদন করে শুরু হয় হরিলুঠ। শুধু নন্দকিশোরপুরে নয়, পার্শ্ববর্তী গ্রাম এবং দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ এখানে আসেন মানত পূরণের বাতাসা হরিলুঠ করার জন্য।
advertisement
এই বিশেষ অনুষ্ঠানে থাকে নানান সাংস্কৃতিক আয়োজনও। পাশাপাশি পাকা কলা, প্রমাণ সাইজের বাতাসা দেওয়া হয় ভোগ হিসেবে। এই উৎসব অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষের জমায়েত হয় এখানে, এটাই হয়তো দু’বছর অন্তর গ্রামের শ্রেষ্ঠ উৎসব।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: তপ্ত দুপুরে কয়েক ঘণ্টা ধরে শিলাবৃষ্টি! শিলা নাকি বাতাসা? কী হচ্ছে এখানে! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement