Astro Tips: শনিবার এই তিনটে জিনিস ভুলেও কিনবেন না! নয়তো শনিদেবের ক্রোধে সর্বনাশ হবে! অভাব ছাড়বে না!

Last Updated:
Astro Tips: শনিবার এই তিন জিনিস কিনলে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবেন! জানুন জ্যোতিষী কী বলছেন? সাবধান
1/6
জানেন কি শনিবার এই তিনটে জিনিস কখনোই কেনা উচিত নয়! তাহলে আপনার জীবনে আসতে পারে ঘোর বিপদ! এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
জানেন কি শনিবার এই তিনটে জিনিস কখনোই কেনা উচিত নয়! তাহলে আপনার জীবনে আসতে পারে ঘোর বিপদ! এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
২০২৪ হল শনিদেবের বছর। এই বছরে শনিবার দিন এই জিনিসগুলি থেকে কেনাতে বিরত থাকলে শনিদেব ক্রুদ্ধ হবেন না। ফলে আপনার জীবনের সুখ ও শান্তি বজায় থাকবে।
২০২৪ হল শনিদেবের বছর। এই বছরে শনিবার দিন এই জিনিসগুলি থেকে কেনাতে বিরত থাকলে শনিদেব ক্রুদ্ধ হবেন না। ফলে আপনার জীবনের সুখ ও শান্তি বজায় থাকবে।
advertisement
3/6
শনিবার দিন লোহার কোনও জিনিস কিনবেন না। লোহার কোন জিনিস শনিবার কিনলে সেটি আর্থিক উন্নতিতে সমস্যার সৃষ্টি করতে পারে।
শনিবার দিন লোহার কোনও জিনিস কিনবেন না। লোহার কোন জিনিস শনিবার কিনলে সেটি আর্থিক উন্নতিতে সমস্যার সৃষ্টি করতে পারে।
advertisement
4/6
লবণ শনিবার দিন কেনা যাবে না। শনিবার দিন লবণ কিনলে সেটি আপনার ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
লবণ শনিবার দিন কেনা যাবে না। শনিবার দিন লবণ কিনলে সেটি আপনার ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে এমনটাই জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে।
advertisement
5/6
এছাড়াও চামড়ার কোনও জিনিস অথবা বস্তু শনিবার দিন কিনতে বারণ করছেন তিনি। শনিবার দিন চামড়ার কোন বস্তু কিনলে পরে সেটি কর্মে বাধা আনতে পারে।
এছাড়াও চামড়ার কোনও জিনিস অথবা বস্তু শনিবার দিন কিনতে বারণ করছেন তিনি। শনিবার দিন চামড়ার কোন বস্তু কিনলে পরে সেটি কর্মে বাধা আনতে পারে।
advertisement
6/6
এই তিনটে বস্তু শনিবার দিন কেনা থেকে বিরত থাকুন। তাহলেই আপনার জীবনে বিভিন্ন বাধা-বিপত্তি আসার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে।
এই তিনটে বস্তু শনিবার দিন কেনা থেকে বিরত থাকুন। তাহলেই আপনার জীবনে বিভিন্ন বাধা-বিপত্তি আসার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে।
advertisement
advertisement
advertisement