Viral Snake: ধবধবে দুধ সাদা সাপ বাড়ির উঠোনে! বিরল এই সাপের নাম কী? বস্তায় বন্দি করতেই ভয়াবহ কাণ্ড
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Viral Snake: অচেনা দুধ সাদা সাপ কোথা থেকে এল? এই সাপের সম্পর্কে জানলে ভয় ধরবে!
হাওড়া: অচেনা দুধ সাদা সাপের দেখা মিলল বাড়ির উঠোনে। বসত বাড়ির উঠনে একটি ধবধবে সাদা সাপ। এমন সাদা সাপ আগে স্বচক্ষে দেখেনি বাড়ির মালিক মানস বাবু, শুধু তিনি নন এলাকার অনেকেই দেখেনি এই সাপকে। এই সাপ বাড়ির উঠোনে কীভাবে এল অল্প সময়ের মধ্যে সকলকে ভাবিয়ে তুলেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান রবিভাগ ডিহিরপাড়া এলাকায়। বিএড পাঠরত ছাত্র রামিজকে জানানো হয় ঘটনা! সে সাপটি দেখে বুঝতে পারে। এটি হতে পারে অ্যালবিনো ধরনের কোনও সাপ। সাপটি না মেরে কোনও রকমে বস্তা বন্দি করে তারা। তৎক্ষণাৎ খবর দেয় পরিবেশ কর্মী তথা বাগনান খোলোড়ের পঞ্চায়েত সদস্যা ঝিন্দন প্রধানকে।
পরে খবর দেওয়া হয় পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চিত্রক ও সুমন্ত। তারা জানায় এটি একটি বিষধর লিউসিটিক কমন ক্রেট (Leucitic Common Krait) বা সাদা কালাচ। সাপটি লম্বায় প্রায় দেড় ফুট। উদ্ধারের পর এলাকার লোকজনকে সাপ নিয়ে সচেতন করা হয়। এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, লিউসিটিক কমন ক্রেট একটি জেনেটিক মিউটেশন।
advertisement
আরও পড়ুন: মুগ থেকে মুসুর! ডাল খেলেই বাড়বে শুক্রাণু! সুস্থ যৌন জীবন ও রোগমুক্ত শরীর পেতে খান এই সব ডাল!
advertisement
লিউসিটিক প্রানীদের সচরাচর দেখা যায় না। প্রাণীজগতে পিগমেন্টশন এর কারণে দেহের ত্বক সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। একমাত্র চোখের রঙ কালো থাকে। চোখের রঙের কোনও পরিবর্তন হয় না। সারাদেশে খুব কম এই সাপ দেখতে পাওয়া গেছে। পরিবেশ কর্মীদের কথা অনুযায়ী হাওড়া জেলায় প্রথম জীবন্ত সাদা কালাচ উদ্ধার। সাপটি উদ্ধার এবং এলাকায় সচেতন বার্তার পরবর্তীতে। চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, ইমন ধাড়া ও রঘুনাথ মান্না গভীর জঙ্গলে এই সাপটি তাদের স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেয়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2023 10:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Snake: ধবধবে দুধ সাদা সাপ বাড়ির উঠোনে! বিরল এই সাপের নাম কী? বস্তায় বন্দি করতেই ভয়াবহ কাণ্ড