Viral Snake: ধবধবে দুধ সাদা সাপ বাড়ির উঠোনে! বিরল এই সাপের নাম কী? বস্তায় বন্দি করতেই ভয়াবহ কাণ্ড

Last Updated:

Viral Snake: অচেনা দুধ সাদা সাপ কোথা থেকে এল? এই সাপের সম্পর্কে জানলে ভয় ধরবে!

হাওড়া: অচেনা দুধ সাদা সাপের দেখা মিলল বাড়ির উঠোনে। বসত বাড়ির উঠনে একটি ধবধবে সাদা সাপ। এমন সাদা সাপ আগে স্বচক্ষে দেখেনি বাড়ির মালিক মানস বাবু, শুধু তিনি নন এলাকার অনেকেই দেখেনি এই সাপকে। এই সাপ বাড়ির উঠোনে কীভাবে এল অল্প সময়ের মধ্যে সকলকে ভাবিয়ে তুলেছে।  ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান রবিভাগ ডিহিরপাড়া এলাকায়। বিএড পাঠরত ছাত্র রামিজকে জানানো হয় ঘটনা! সে সাপটি দেখে  বুঝতে পারে। এটি হতে পারে অ্যালবিনো ধরনের কোনও সাপ। সাপটি না মেরে কোনও রকমে বস্তা বন্দি করে তারা। তৎক্ষণাৎ খবর দেয় পরিবেশ কর্মী তথা বাগনান খোলোড়ের পঞ্চায়েত সদস্যা ঝিন্দন প্রধানকে।
পরে খবর দেওয়া হয় পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চিত্রক ও সুমন্ত। তারা জানায় এটি একটি বিষধর লিউসিটিক কমন ক্রেট (Leucitic Common Krait) বা সাদা কালাচ। সাপটি লম্বায় প্রায় দেড় ফুট। উদ্ধারের পর এলাকার লোকজনকে সাপ নিয়ে সচেতন করা হয়। এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, লিউসিটিক কমন ক্রেট একটি জেনেটিক মিউটেশন।
advertisement
advertisement
লিউসিটিক  প্রানীদের সচরাচর দেখা যায় না। প্রাণীজগতে  পিগমেন্টশন এর কারণে দেহের ত্বক সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। একমাত্র চোখের রঙ কালো থাকে। চোখের রঙের কোনও পরিবর্তন হয় না। সারাদেশে খুব কম এই  সাপ দেখতে পাওয়া গেছে। পরিবেশ কর্মীদের কথা অনুযায়ী হাওড়া জেলায় প্রথম জীবন্ত সাদা কালাচ উদ্ধার। সাপটি উদ্ধার এবং এলাকায় সচেতন বার্তার পরবর্তীতে। চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, ইমন ধাড়া ও রঘুনাথ মান্না গভীর জঙ্গলে এই সাপটি তাদের স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেয়।
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Snake: ধবধবে দুধ সাদা সাপ বাড়ির উঠোনে! বিরল এই সাপের নাম কী? বস্তায় বন্দি করতেই ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement