Viral: রাতারাতি কোটিপতি হতে চান? পথ দেখাবেন এই ফেরিওয়ালা! এক রাতে ভাগ্য-বদল! জানুন কী ঘটল

Last Updated:

Viral: ভাগ্য বদলাতে চাইলে জানুন! এই ফেরিওয়ালার জীবন বদলে গেল এক ঝটকায়! কী করেছেন তিনি?

+
title=

বীরভূম: ভাগ্যের চাকা কখন কার ঘুরে যায়, কেউ বলতে পারেন না। দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্যে দিন কাটানোর পরে এক নিমিষে কোনও এক মানুষ হয়ে যেতে পারে কোটিপতি।আবার এক চোখের পলকেই রাতারাতি কোনও এক কোটিপতি হয়ে যেতে পারে নিঃস্ব। নিঃস্ব থেকে রাতারাতি কোটিপতি হওয়ার মত ঘটনা সাম্প্রতিকালে প্রত্যেকদিন ঘটে চলেছে লটারির টিকিটের দৌলতে। ঠিক সেই রকমই এবার ভাগ্য ফিরল বীরভূমের এক ফেরিওয়ালার।
মাত্র ৩০ টাকার বদলে কোটিপতি হয়ে ভাগ্য ফিরল বীরভূমের নলহাটি থানার অন্তর্ভুক্ত কুশিপাড়ার বাসিন্দা প্রভাত কুমার মালের। জানা যায় প্রভাত কুমার মাল দীর্ঘদিন ধরেই বিভিন্ন জিনিসপত্র গ্রামে গ্রামে ফেরি করে ঘুরে বেড়ান। আর তা থেকে যা রোজগার হয় তা দিয়েই তার সংসার চলে। দিন আনি দিন খাওয়া পরিবারে এক ধাক্কায় এক কোটি টাকা দুঃখের দিন ফুরিয়ে এবার সুখের দিন আনতে চলেছে।
advertisement
জানা যায়, প্রভাত কুমার মাল নামে ওই ফেরিওয়ালা বিহারের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরি করার পর দিনের শেষে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা উপার্জন হয়ে থাকে।আর এই অগ্নি মূল্যের বাজারে সেই টাকায় সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হয় প্রভাতকে। তবে বাংলা নববর্ষের প্রথম দিনে লক্ষ্মী মনে হয় মাথায় হাত রেখেছে প্রভাতের। প্রভাত তার গ্রামের একটি লটারি দোকান থেকে মাত্র ৩০ টাকার বিনিময়ে লটারি কাটে।আর সেই ৩০ টাকাতে এক ছক্কায় বাজিমাত।রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন ফেরিওয়ালা।
advertisement
advertisement
লটারি কাটার পর রাত্রি সাড়ে আটটা নাগাদ তার কাছে একটা ফোন আসে। ফোনের ওপার থেকে জানানো হয় সে লটারিতে প্রথম পুরস্কার পেয়েছে।প্রথমে সমস্ত বিষয়টি সে মজার ছলে নেয়। পরবর্তীকালে যখন তাকে বিশ্বাস করানো হয় যে সত্যি তিনি কোটিপতি হয়েছেন তখন হতভম্ব হয়ে গিয়েছিলেন প্রভাত। কী করবেন ভেবে উঠতে না পেরে তৎক্ষণাৎ পৌঁছে যায় পুলিশ প্রশাসনের কাছে টিকিট নিয়ে। পুলিশ প্রশাসনের তরফ থেকে তাকে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রভাত আমাদের জানান তার পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ আর সেই কারণে তিনি এই টাকা নিয়ে বাবা-মা ও দাদার পাশে দাঁড়াতে চায় সে। সবার স্বপ্ন পূরণের পাশাপাশি নিজেকেও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তিনি।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral: রাতারাতি কোটিপতি হতে চান? পথ দেখাবেন এই ফেরিওয়ালা! এক রাতে ভাগ্য-বদল! জানুন কী ঘটল
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement