Viral News: মুড়ি দেখে লোভ সামলাতে পারল না চোরের দল! চুরি করতে এসে একী ঘটল? জানলে অবাক হবেন

Last Updated:

Viral News: মুড়ি দেখে একী কাণ্ড ঘটিয়ে ফেলল চোরের দল? এমন চুরি আগে ঘটেনি! জানুন

News18
News18
হুগলি: অঙ্গনওয়াড়ি স্কুলে ঢুকে মুড়ি খেয়ে, চাল ডাল ডিম চুরি করল চোর! এমনই ঘটনায় ঘটনায় চাঞ্চল্য গুপ্তিপাড়ায়। জানা গেছে গুপ্তিপাড়া আর্য নগর জি এস এফ পি স্কুলের একটি ঘরে চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সোমবার রাতে ঘরের তালা ভেঙে চাল ডাল ডিম চুরি হয়। মঙ্গলবার স্কুলের সময় ছাত্র শিক্ষকরা স্কুলে আসলে বিষয়টি নজরে আসে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার প্রতিদিনের মতো স্কুল হয়েছিল। স্কুলের তালা দিয়ে শিক্ষক-শিক্ষিকা ছাত্ররা বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে স্কুলে ফিরতেই চোখ কপালে ওঠে তাদের। স্কুলের মধ্যেই চলে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভাঙা। ঘরে ছড়িয়ে ছুুটিয়ে পড়ে রয়েছে মুড়ি। পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে কেউ বা কারা সেখানে বসে মুড়ি খেয়েছে। তারপরে অঙ্গনওয়াড়ির সমস্ত বাসনপত্র সহ চাল ডিম সব চুরি করে নিয়ে পালায়।
advertisement
advertisement
এই বিষয়ে প্রাথমিক স্কুলের শিক্ষিকা সোমা দাস সরকার জানান, তালা ভেঙে ঘরে ঢুকে বসে মুড়ি খায় চোর। তারপর বাচ্চাদের খাবার জন্য রাখা খাদ্য সামগ্রী চাল ডাল ডিম চুরি করে নিয়ে যায়। প্রাথমিক স্কুলের শিক্ষক সৌম্য চক্রবর্তী বলেন, স্কুলের পিছন দিকের পাঁচিলটা ভাঙা। চোর ঢুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চুরি করে। প্রাথমিক স্কুলের মিড ডে মিলের ঘরেও ঢোকার চেষ্টা করেছিল। একটা তালা ভাঙে বাকি দুটি তালা আর ভাঙতে পারেনি। স্কুলে চুরির অভিযোগ পেয়ে বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়া ফাঁড়ির পুলিশ তদন্তে আসে। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: মুড়ি দেখে লোভ সামলাতে পারল না চোরের দল! চুরি করতে এসে একী ঘটল? জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement