Viral News: গোটা গ্রামের কেউ মাধ্যমিক পাশ করতে পারে না এখানে! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Viral News: কী কাণ্ড! গ্রামের কেউ মাধ্যমিকের গণ্ডি পার করতে পারে না! কারণ জানলে চমকে যাবেন

+
এই

এই সেই পাঠমন্দির

দক্ষিণ ২৪ পরগনা: ওরা নদীর পাড়ে বসবাস করে। দিনের অধিকাংশ সময় কাটে নদীতে, মাছ ধরে। তাদের পরিবারের ছোট ছেলে-মেয়েরাও সহযোগিতা করে সেই কাজে। ফলে তারা আগ্রহ হারাচ্ছে পড়াশোনার প্রতি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শেষ চার থেকে পাঁচ বছরে গ্রাম থেকে মাধ্যমিকের গণ্ডি টপকাতে পারেনি কেউ। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মনি নদীর পাশে নিমতলা কলোনি এলাকায়।
গ্রামের অর্থনৈতিক পরিবেশও ভাল নয়। নদীর পাড়ে মাটির বাড়িতে থাকে তারা। নিজেদের আধার কার্ড, ভোটার কার্ডের সমস্যাও দূর করতে পারে না তারা। তার উপর ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল দিনের পর দিন। এই সমস্যার সমাধান বের করতে স্থানীয়রা একত্রিত হয়ে নদীর পাশেই নির্মাণ করে বিদ্যাসাগর পাঠমন্দির। নদীর তীরে ছোট মাটির বেড়া দেওয়া ঘরে চলছে পাঠদান পক্রিয়া।
advertisement
advertisement
গ্রামের ছেলে মেয়েরা উদ্যোগী হয়ে পড়াচ্ছেন সেখানে প্রায় নিখরচায়। স্থানীয় মৎস্যজীবীরা এখানে মা গঙ্গাকে আরাধ্যা দেবী হিসাবে মানেন। তাঁর কাছেই মনের সব কথা জানান তাঁরা। সেজন্য এই পাঠমন্দিরের পাশে স্থান হয়েছে তাঁর। সেখানেই সরস্বতী পুজোর মত চলে তাঁর পুজো। এই পাঠমন্দিরে রয়েছে পড়ুয়াদের জন্য অবারিত দ্বার। ছোট থেকে একটু বড় সকলেই পড়ে এখানে। গ্রামের নাম উজ্বল করার সংকল্প নিয়েছে তারা। শিক্ষার আলোকে গ্রামের শিশুদের আলোকিত করতে চায় সকলেই। তাদের এই প্রয়াস সাফল্য লাভ করুক সেটাই এখন চান সকলেই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: গোটা গ্রামের কেউ মাধ্যমিক পাশ করতে পারে না এখানে! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement